রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন করবে ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে তৃতীয় দফা যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর অংশ হিসেবে সংগঠনটি রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) ইসলামী আন্দোলন থেকে এক বার্তায় জানানো হয়, আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

বার্তায় বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা মানববন্ধন কর্মসূচিতে রাজধানীর মতিঝিলে অবস্থান করবেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাকর্মীরা দৈনিক বাংলা মোড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত অবস্থান করবেন।

আর ঢাকা মহানগর উত্তরের থানা নেতাকর্মীরা শাহবাগ থেকে গাবতলী বাসস্ট্যান্ড পর্যন্ত অবস্থান করবেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ