রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ।। ২ কার্তিক ১৪৩২ ।। ২৭ রবিউস সানি ১৪৪৭


ইসলামপন্থী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে: ড. আহমদ আব্দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, দেশ এখনো জনআকাঙ্ক্ষা অনুযায়ী তৈরি হয়নি। এদেশকে স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি খিলাফত কায়েম করতে হবে। এজন্য ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার (১২ অক্টোবর) খেলাফত মজলিস হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় রুকসানা কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আব্দুল করিম।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক ও সহ সাধারণ সম্পাদক দরছ আলী খানের যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য দেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলার সহ-সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, ঢাকা জেলা শাখার সহ সভাপতি মাওলানা নিযামুদ্দীন মিসবাহ,  হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এড. সরোয়ার আলম, নবীগঞ্জ বাহুবল আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম জাকি, বাহুবল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম, চুনারুঘাট উপজেলা সহ সভাপতি ৬নং সদর ইউনিয়ের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ ফারুক আহমদ চৌধুরী, যুব মজলিস চুনারুঘাট উপজেলা সভাপতি মুফতি ফরীদ উদ্দীন মাসউদ, উপজেলার সাবেক সহ সাধারণ সম্পাদক প্রবাসী মাওলানা মোশাহিদ আহমদ, উপজেলা সহ সাধারণ সম্পাদক প্রভাষক মুফতি আমানুল্লাহ আমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা। 

সম্মেলনে অংশগ্রহণ করেন, খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা সভাপতি হাফেজ সাদেক আহমেদ, নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, যুব মজলিসের হবিগঞ্জ জেলা সভপতি প্রভাষক শিব্বির আহমদ, হবিগঞ্জ সদর উপজেলা সভপতি মাওলানা সাঈদ আহমদ প্রমূখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ