সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম-এর সঙ্গে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বাদ মাগরিব দক্ষিণ সুরমা উপজেলার ৮নং মোগলাবাজার ইউনিয়ন জমিয়তের উদ্যোগে স্থানীয় জমিয়ত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ শামসুদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা আবদুর রহমান রাহমানী। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জমিয়ত নেতা মাওলানা আব্বাস আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের প্রার্থী আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শরীফ আহমদ শাহান (সমাজসেবা সম্পাদক, সিলেট জেলা দক্ষিণ জমিয়ত), মাওলানা ফখরুল ইসলাম (সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়ত), হাফিজ মাওলানা আব্দুল কাদির (সাধারণ সম্পাদক), মাওলানা সাইফুল হক (সাংগঠনিক সম্পাদক), কে. এম. তাহমীদ হাসান (সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ছাত্র জমিয়ত ও সহ-সভাপতি, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়ত) এবং মাহমুদুল হাসান নোমান (সাধারণ সম্পাদক, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়ত)।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত নেতা মুফতি শরীফ আহমদ সুলতান, ইউনিয়ন জমিয়তের সদস্য সচিব মাওলানা দিদারুল আলম রাসেল, সিলাম ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তানভীর আলম সিদ্দিক, জমিয়ত নেতা মৌলভী ফখরুল ইসলাম, মাওলানা জাকির হোসেন, যুব জমিয়ত নেতা মাওলানা জাকির আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক হাফিজ তুফায়েল আহমদ মাহির, ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি বদরুল আলম, উপজেলা প্রচার সম্পাদক হাফিজ শরীফ আহমদ তালহাসহ বিভিন্ন স্তরের জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “জননেতা মাওলানা নজরুল ইসলাম একজন নির্লোভ, আদর্শবান ও দ্বীনি চেতনায় উজ্জীবিত নেতা। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের দোয়া ও ভালোবাসায় ইনশাআল্লাহ তিনি বিজয়ী হবেন।”
এনএইচ/