বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইসলামের আলোকে পরিচালিত—ইনশাআল্লাহ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, “বিগত ফ্যাসিবাদী আমলে এ দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম ও অন্যায়ের শিকার হয়েছেন। সেই অন্যায়-অবিচারের মুখে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গণবিপ্লবে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন—রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। তাদের শাহাদাতের বিনিময়েই এই বিপ্লব সফল হয়েছে। তাই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে সেই ত্যাগ ও কুরবানির ভিত্তিতে। কেউ যদি আবার ৭২-এর ধারায় দেশকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এই ভূমিকে ইসলামী শাসনের আদর্শে প্রতিষ্ঠিত করতে ত্যাগ স্বীকার করেছেন। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশবিভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বিপ্লব—সবই ইসলামী চেতনার ধারাবাহিকতা। আল্লাহ আমাদের সবাইকে হিম্মত ও ঐক্য দান করুন, যেন আমরা যেকোনো আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী ও স্বৈরাচারী শক্তিকে মোকাবেলা করতে পারি।”
আল আমীন বিন আমজাদের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে আল্লামা মামুনুল হক বিরামপুর ও ঘোড়াঘাটে পরবর্তী সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা হন।
এনএইচ/