চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ১৭ দফা ইশতেহার ঘোষণা করেছে ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ প্যানেল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেছেন প্যানেলটির জিএস প্রার্থী মুহাম্মদ ইয়াছিন উদ্দীন সাকিব।
ইশতেহারে তারা চাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা, নিরাপদ ও অহিংস ক্যাম্পাস নির্মাণ, নারী-পুরুষের সমান-অধিকার প্রতিষ্ঠা, আবাসন ও পরিবহন সমস্যার সমাধান, খাবারের মান নিয়ন্ত্রণ, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের ডিজিটালাইজেশন এবং শিক্ষার্থীদের জবাবদিহিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার করেন।
এছাড়া তারা ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই চেতনা’ সমুন্নত রাখা, দলীয় আধিপত্য ও মাদকবিরোধী ব্যবস্থা গ্রহণ, শিক্ষক মূল্যায়ন ও কারিকুলাম পর্যালোচনার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটি ও কার্যকর যৌন হয়রানি প্রতিরোধ সেল গঠনের প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে আরও উল্লেখ করা হয়— বিশ্ববিদ্যালয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বুথ, ওয়াই-ফাই জোন ও হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হবে; মেধাভিত্তিক বৃত্তি ও চিকিৎসা সহায়তা বাড়ানো হবে; সব হলের মাঠ সংস্কার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জাতীয়–আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ নিশ্চিত করা হবে।
এ সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
এমএম/