বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ ।। ২৪ আশ্বিন ১৪৩২ ।। ১৭ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আইন জারি করল স্পেন সোমবার গাজায় আটক করা সকল জিম্মি মুক্তি পাবে : ট্রাম্প দুই বছরে ২৫০ ইমামকে হত্যা করেছে ইসরায়েল আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত: মুজিবুর রহমান হামাস-ইসরায়েল শান্তিচুক্তি, গাজাবাসীর আনন্দ-উৎসব উদযাপন রূপসায় ১২-অক্টোবর হাতপাখার নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে  দুই বছর লড়াইয়ের পরও কতটা শক্তিশালী হামাস ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা শহিদুল আলমের মুক্তির ব্যাপারে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন অবমাননার প্রতিবাদে জাবিতে কোরআন বিতরণ, প্রতিবাদ মিছিল

প্রতিটি আসনেই জেতার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে ইসলামী আন্দোলন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দলের কেন্দ্রীয় কমিটির এক জরুরি মিটিংয়ে বলেছেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশ আসনে বিজয়ের জন্যই লড়াই করবে। সংগঠনকে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।

মুফতি রেজাউল করীম বলেন, পিআর নিয়ে আমরা শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাবো। কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পিআর ছাড়া আর কোন উপায় নাই। একই সাথে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতি আমাদের চলমান থাকবে, তিনশত আসনই আমাদের লক্ষ। আর জোটের বিষয়ে যে ধরণের আলোচনা চলছে তা চলমান থাকবে। কোন আসনে কে প্রার্থী হবে সেই বিষয়ে আলোচনা করার সময় এখনও আসে নাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জোর দিয়ে বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে। কারণ কোন অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেয়া হবে না।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, মুফতী শামসুদ্দোহা আশরাফী, সদস্য ডা. শহিদুল ইসলাম, আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ