মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ ।। ২২ আশ্বিন ১৪৩২ ।। ১৫ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
পীর সাহেব মধুপুরের সঙ্গে জমিয়ত নেতাদের মতবিনিময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে হজের নিবন্ধন  ৫ দফা দাবিতে ঢাকায় গণমিছিল করবে ইসলামী আন্দোলন আল-আজহারের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেমের ইন্তেকাল ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে সংবর্ধনা দিলো শৈশবের মাদরাসা ‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’ আল্লাহ তাআলা কোরআন অবমাননাকারীর জন্য যে কঠিন শাস্তি রেখেছেন। অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে শাহপরানে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নির্বাচনী কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি

ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ঢাকা-৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের সমর্থনে মঙ্গলবার (৭ অক্টোবর) বংশালের বিভিন্ন এলাকায় গণসংযোগ করা হয়।
বিকাল ৩টায় বংশালের আগামাসিলেন থেকে শুরু করে সাত রওজা, কসাইটুলি, নাজিমুদ্দিন রোড, আরমানিটোলাসহ বিভিন্ন জায়গায় কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি।


গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী।তিনি বলেন, বিগত সময়ে ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে জনগণের রক্তঝরা অর্থে গড়া বাজেট এর লুটেরারও পরিবর্তন হয়েছে। জনগণের ভাগ্যের উন্নতি হয়নি। এখন সময় এসেছে নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য সৎ, যোগ্য, তাকওয়াবান নেতা বাছাই করা।লোকমান হোসাইন জাফরী এসময় ঢাকা-০৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আলহাজ্ব আব্দুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।


পথসভায় আলহাজ্ব আব্দুর রহমান বলেন, আমাকে পীর সাহেব চরমোনাই ঢাকা-০৭ আসনের জন্য মনোনীত করেছেন। আপনারা আমাকে বিজয়ী করুন, ঢাকা-০৭ আসনে মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার। তিনি আলহাজ্ব আবদুর রহমান এর জন্য সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বক্তব্য প্রদান করেন।


আলহাজ্ব আবদুর রহমান এর গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বংশাল থানার সভাপতি শাহ আলম হোসেন, সেক্রেটারি জহিরুল ইসলামসহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ