মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ ।। ২২ আশ্বিন ১৪৩২ ।। ১৫ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
পীর সাহেব মধুপুরের সঙ্গে জমিয়ত নেতাদের মতবিনিময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে হজের নিবন্ধন  ৫ দফা দাবিতে ঢাকায় গণমিছিল করবে ইসলামী আন্দোলন আল-আজহারের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেমের ইন্তেকাল ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর গণসংযোগ ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে সংবর্ধনা দিলো শৈশবের মাদরাসা ‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’ আল্লাহ তাআলা কোরআন অবমাননাকারীর জন্য যে কঠিন শাস্তি রেখেছেন। অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে শাহপরানে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নির্বাচনী কর্মকর্তারা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেবে ইসি

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়েও আদর্শচ্যুত করতে পারেনি শেখ হাসিনা।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চাপ প্রয়োগ করে জুনায়েদ বাবুনগরীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। আক্ষেপ করে প্রয়াত হেফাজত আমির তখন বলেছিলেন, এ বৈঠকের আগেই যেন আমার মৃত্যু হয়। হয়েছেও তাই।

সোমবার (৭ অক্টোবর) ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ফকিরহাট বাজারে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সরওয়ার আলমগীর বলেন, নতুন প্রজন্মের অনেকেই না বুঝে আওয়ামী লীগ, ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপিকে ভিলেন বানানোর ব্যর্থ চেষ্টা করেছিল। এ দেশের জনগণ বিএনপিকে মণিকোঠায় স্থান দিয়েছে আর আওয়ামী লীগকে দেশছাড়া করেছে।

কর্মী সমাবেশে সোহরাব জব্বার চৌধুরী সভাপতিত্বে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য প্রিন্স ওমর ফারুক ও পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু বক্কর চৌধুরী মহিন সঞ্চালনা করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য ও নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মনসুর আলম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মনসুর, বিএনপি নেতা ডা. সাহাব মিয়া, আবুল কাসেম ও জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউল হাসনাত ফরহাদ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ