মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ ।। ২২ আশ্বিন ১৪৩২ ।। ১৫ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নর্থ সাউথে কোরআন অবমাননায় লালবাগ ইমাম-ওলামা পরিষদের বিক্ষোভ ৮০০ বছরের ঐতিহ্যের স্মারক যে মসজিদটি মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক ময়মনসিংহে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, যুবক আটক জামায়াত আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আফিম চাষ বিলুপ্ত করতে জাফরান চাষের উদ্যোগ তালেবান সরকারের কোটচাঁদপুর রিয়াজুল কোরআন মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল আজ গাজা যুদ্ধে ১১৫২ সৈন্য নিহতের স্বীকারোক্তি ইসরায়েলি সেনাবাহিনীর সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল  ‘জুলাই সনদ ইসলামপ্রেমী জনগণের স্বাধীনতা ও ন্যায়ের আকাঙ্ক্ষার প্রতিফলন’

এনসিপির অহমিকা দেখে মনে হচ্ছে তারা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনসিপি নেতাদের ঔদ্ধত্য ও আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে — এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “তাদের আচরণ দেখে মনে হচ্ছে আমরা যেন জোট করার জন্য, মন্ত্রী-তন্ত্রী হওয়ার আশায় তাদের পেছনে লাইন ধরব।”

তিনি  বলেন, “গ্রামে একটা কথা আছে — অল্প পানির মাছ যদি হঠাৎ বেশি পানিতে পড়ে, তখন সে বুঝে উঠতে পারে না কী করবে। আবার অল্প টাকার মালিক হঠাৎ ধনী হয়ে গেলে নিজের ধন-সম্পদ দেখানোর জন্য বিড়াল-কুকুর নিয়ে রাস্তায় ঘোরে। এখন এনসিপির কিছু নেতার অবস্থাও তাই মনে হচ্ছে।”

নুরুল হক জানান, এনসিপির কিছু তরুণ নেতা, যারা অতীতে ছাত্র অধিকার পরিষদের সহযোগী ছিলেন, এখন নিজেদের নেতৃত্ব ধরে রাখার জন্যই গণ অধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চান।

তিনি বলেন, “এনসিপির মূল নেতৃত্ব—আক্তার ও নাহিদ—দুজনই ২০১৯ সালে ছাত্র অধিকার পরিষদের নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং আমাদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন।”

অসুস্থতা সত্ত্বেও একীভূত হওয়ার আলোচনায় অংশ নিয়েছেন জানিয়ে নুর বলেন, “আমরা উপলব্ধি করেছি, এই গণঅভ্যুত্থানের পরে যদি তরুণরা রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করতে না পারে, তাহলে পুরোনো রাজনৈতিক সংস্কৃতি আবার আধিপত্য বিস্তার করবে। এতে তরুণরা হারিয়ে যাবে, কারণ তাদের না আছে টাকা, না পেশিশক্তি; ফলে তারা সহজেই কোণঠাসা হয়ে পড়বে।”

তিনি আরও বলেন, “এভাবে চলতে থাকলে এনসিপিও টিকে থাকতে পারবে না। তাই বাস্তবতা বুঝে যদি তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের সবার জন্যই ভালো হবে—দেশের জন্যও উপকারী হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঐক্যের বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ