সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ ।। ২১ আশ্বিন ১৪৩২ ।। ১৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজদের আড্ডাখানা হবে: পীর সাহেব চরমোনাই চবিতে কোরআন অবমাননার অভিনব প্রতিবাদ ভোলায় ‘১লাখ ৪৩ হাজার’ জেলের জন্য ‘৩৫৮৫ মেট্রিক টন’ চাল বরাদ্দ সিলেটে যুব জমিয়তের মিছিল-সমাবেশ, ব্লাসফেমি আইন দাবি কোরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস কোরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু নেতাদের প্রতি আহ্বান হেফাজতের মাদরাসাপড়ুয়া একজন বইপোকার জন্য সাহায্যের আবেদন যুক্তরাজ্যের ব্রিস্টলে মুনতাসির আলীর সঙ্গে মতবিনিময় সভা নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি: সারজিস আলম

বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাটের শরণখোলায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। সোমবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা জানান, শরণখোলা এখন মাদকে সয়লাব হয়ে গেছে। যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে।

এর ফলে সামাজিক অপরাধ বেড়ে গেছে। দ্রুত এসব মাদক কারবারি ও মাদকের গডফাদারদের গ্রেপ্তার করতে হবে। মাদকের কারবার বন্ধ না করা হলে বুঝব এর পেছনে পুলিশের হাত রয়েছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, অবৈধভাবে জমি দখল, বালু উত্তোলন, চুরি, চাঁদাবাজি বন্ধ করতে হবে।

সে যে দলেরই হোক, তাদের ধরে আইনের আওতায় আনতে হবে।

অভিভাবকদের সতর্ক করে বক্তারা আরো বলেন, আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। সন্ধ্যার পরে আপনার সন্তান পড়ার টেবিলে আছে কি না সে বিষয়ে নজর দিন। তা না হলে পরিবার ও সমাজ থেকে অশান্তি এবং অপরাধ কোনোভাবেই নির্মূল করা যাবে না।

বিএনপি নেতা তালুকদার মো. মধুর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত। এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন বাদল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মানিক, নাজমুল হাসান শিমুল গাজী, বিএনপি নেতা রুহুল আমিন হাওলাদার ও ডা. হুমায়ুন কবিরসহ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ