সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ ।। ২১ আশ্বিন ১৪৩২ ।। ১৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাগেরহাটে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বিএনপির মানববন্ধন পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজদের আড্ডাখানা হবে: পীর সাহেব চরমোনাই চবিতে কোরআন অবমাননার অভিনব প্রতিবাদ ভোলায় ‘১লাখ ৪৩ হাজার’ জেলের জন্য ‘৩৫৮৫ মেট্রিক টন’ চাল বরাদ্দ সিলেটে যুব জমিয়তের মিছিল-সমাবেশ, ব্লাসফেমি আইন দাবি কোরআন অবমাননাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: খেলাফত মজলিস কোরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু নেতাদের প্রতি আহ্বান হেফাজতের মাদরাসাপড়ুয়া একজন বইপোকার জন্য সাহায্যের আবেদন যুক্তরাজ্যের ব্রিস্টলে মুনতাসির আলীর সঙ্গে মতবিনিময় সভা নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে এনসিপি: সারজিস আলম

সিলেটে যুব জমিয়তের মিছিল-সমাবেশ, ব্লাসফেমি আইন দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোরআন অবমাননাকারী নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি, ফাঁসি এবং অবিলম্বে ব্লাসফেমি আইন কার্যকর করার দাবিতে যুব জমিয়ত সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব জমিয়ত সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আসাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী বলেন, ‘নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। নির্ভার চিত্তে ঠোঁটে শিস বাজাতে বাজাতে কুরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন, সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা। অপূর্ব পাল যা করেছে, এটা ধর্মীয় দাঙ্গা বাধানোর সুস্পষ্ট উস্কানি। আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই। পাশাপাশি সরকারের প্রতি আমাদের দাবি অবিলম্বে ধর্মঅবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে। নতুবা দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্টকারী ন্যাক্কারজনক এই ঘটনা বারবার ঘটতেই থাকবে।’

তিনি বলেন, কেউ কেউ অপূর্ব পালকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। পূর্বেও অনেক ইসলাম অবমাননাকারীকে মানসিক রোগী বলে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। কথা হলো, একজন মানসিক রোগী কীভাবে দেশের নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনা চালিয়ে যেতে পারে! তাছাড়া মানসিক রোগীরা কেন বারবার ইসলাম ধর্মের ওপরই আক্রমণ করে?

সমাবেশে মিলিত হওয়ার আগে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা নগরীর কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জমিয়তে ইলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা আহমদ সগির, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন, মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, সিলেট জেলা উত্তর জমিয়তের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, যুব বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল করিম, মহানগর জমিয়তের সমাজ সেবা সম্পাদক এডভোকেট রেজাউল হক, সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ-সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আবু সুফিয়ান, হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা ফয়জুল হাসান, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা শেখ মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ফখরুল ইসলাম, মহানগর যুব জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মোঃ মনসুর, মহানগর যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব  উদ্দিন খান, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সাহিত্য সম্পাদক জুবায়ের আহমদ, সমাজ সেবা সম্পাদক দিলদার হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা ফজলুল করিম, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসেন, ছাত্র জমিয়ত নেতা মীর আইনুল হক প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ