রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ ।। ২০ আশ্বিন ১৪৩২ ।। ১৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ফ্লোটিলা থেকে আটক ২৩ মালয়েশিয়ানকে মুক্তি দিয়েছে ইসরায়েল খেলাফত আন্দোলন ও এনসিপির বৈঠক ‘কোরআন অবমাননাকারী ও পেছনের উস্কানিদাতাকে শাস্তির আওতায় আনতে হবে’ কোরআন অবমাননা: সেই অপূর্ব পাল নর্থ-সাউথ থেকে স্থায়ী বহিষ্কার সবুজ স্মৃতিতে হজরত গহরপুরীই গোলাপ-বকুল! নর্থ-সাউথে কুরআন অবমাননায় মুরাদনগর উপজেলা জমিয়তের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনে অস্বস্তি ও শঙ্কা কুরআন অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত অপূর্ব পাল যা করেছে, এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্কানি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনে অস্বস্তি ও শঙ্কা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক একজন নেতা। এক সময় সংগঠনে বেশ সক্রিয় থাকলেও সম্প্রতি তিনি অনেকটা নিষ্ক্রিয়। সম্প্রতি রাজনীতি নিয়ে ঘরোয়া একটি আড্ডায় তিনি নিজ দলের অবস্থানের সমালোচনা করছিলেন। বলছিলেন, আমরা জীবনভর জামায়াতে ইসলামীর বিরোধিতা করে আসছি। এখন দলীয় অবস্থানের কারণে আমরা অনেকটাই জামায়াতের কাছাকাছি। আমাদের অনেকেই জামায়াতের পক্ষ নিয়ে অনলাইনে লড়াইটাও চালিয়ে যাচ্ছেন। এটা দিনশেষে আমাদের দলের জন্য ক্ষতির কারণ হবে।

ওই নেতা ব্যাখ্যা করে বলছিলেন, আমাদের সংগঠন গত কয়েক বছর ধরে তৃণমূল পর্যায়ে দ্রুত বিস্তৃতি লাভ করছে। স্থানীয় সরকার নির্বাচনে কয়েকটি সিটিতে আমরা চমকও দেখিয়েছি। এখন জামায়াতের সঙ্গে ঐক্য বা সমঝোতা করলে শেষ পর্যন্ত সাংগঠনিকভাবে আমাদের তৃণমূল ক্ষতিগ্রস্ত হবে। কারণ জামায়াত বরাবরই আগ্রাসী মনোভাবের। তারা সবকিছু নিজেদের দখলে নিতে চায়। আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের টার্গেট করে জামায়াত-শিবির নিয়ে যাবে। জামায়াতের বিরুদ্ধে এত বছর আমরা যে ‘বয়ান’ দিয়ে আসছিলাম সেটা তো আর এখন দেওয়া যাবে না। ফলে তৃণমূল পর্যায়ের একজন কর্মীর কাছে আদর্শের বিচারে দুই দলের মধ্যে ফারাক বুঝতে না পেরে বড় দল হিসেবে জামায়াতের দিকে ঝুঁকে যাওয়ার শঙ্কা রয়েছে। এটা শুধু শঙ্কা বা সম্ভাবনা নয়, ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে এ ধরনের খবর আসতে শুরু করেছে। ঐক্য প্রক্রিয়া যেন বিনষ্ট না হয় সে কারণে এসব বিষয় এখন আমরা বলতেও পারছি না।

শুধু ওই তরুণ নেতাই নয়, ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে জানা গেছে, জামায়াতসহ সব ইসলামি দল নিয়ে একটা ঐক্য বা সমঝোতা হলে ভালো কিছু হবে- সেই স্বপ্ন তারা জোরালোভাবে দেখছেন। পাশাপাশি জামায়াতের সঙ্গে ঐক্যের ব্যাপারে একটা অস্বস্তিও তাদের মধ্যে কাজ করছে। দীর্ঘদিন যাবত জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ইসলামি দলটি এখন তাদের সঙ্গেই জোট বা আসন সমঝোতা করতে যাচ্ছে- এটা নিয়ে এক ধরনের অস্বস্তি কাজ করছে। এর চেয়ে বড় হলো শঙ্কা। জামায়াতের সঙ্গে মিশলে ইসলামী আন্দোলনের আলাদা কোনো বয়ান থাকে না। দলটির নেতাকর্মীদের একটি বড় অংশ মাদরাসাপড়ুয়া নয়। পীর সাহেব চরমোনাইয়ের দল করতে এসে তারা শুরু থেকেই শুনে এসেছেন জামায়াত একটি গোমরাহ দল। বিশেষ করে দলের নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জামায়াতের ব্যাপারে বরাবরই সোচ্চার ছিলেন। সেই নেতাকর্মীরা এখন অনেকটা হোচট খাবেন। যাদের মধ্যে বিবেচনাবোধ বা বিশ্লেষণ ক্ষমতা প্রখর তারা শক্তির বিচারে এগিয়ে থাকা কথিত ইসলামি দল জামায়াতের প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন।

আগামী নির্বাচনে বিএনপির বিপরীতে জামায়াতসহ অন্যান্য ইসলামি দল নিয়ে একটা বৃহৎ বলয় গড়ে তুলতে শুরু থেকেই সোচ্চার ভূমিকা পালন করছে ইসলামী আন্দোলন। এখন পর্যন্ত দলটি তাদের অবস্থানে অনড় রয়েছে। তবে দলের তৃণমূলের কোনো কোনো পর্যায় থেকে জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা না করার দাবিও আছে। যদিও দলের প্রভাবশালী বলয় জামায়াতের সঙ্গে যাওয়ার ব্যাপারেই সক্রিয়। তবে শেষ পর্যন্ত জামায়াত কী ধরনের আচরণ করে সেটা নিয়ে শঙ্কাও তাদের মধ্যে কাজ করছে। জামায়াতের সঙ্গে ঐক্যের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা ভালো নয়- জানিয়ে ইসলামী আন্দোলনের মধ্যম সারির একজন নেতা বলছিলেন, এবার একটি বড় সুযোগ এসেছে। আমরা সুযোগটি হাতছাড়া করতে চাই না। জামায়াতের অতীত কর্মকাণ্ড, তাদের আকিদা-বিশ্বাস সবই আমাদের সামনে আছে। আমরা আমাদের অতীত অবস্থান থেকেও ফিরে আসিনি। তবে বৃহৎ ইসলামি ঐক্য গড়ার পথে আমাদেরকে যেন কেউ প্রতিবন্ধক মনে না করে সেই প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে। বড় দল হিসেবে জামায়াত কোনো হঠকারী আচরণ করলে ঐক্য বিনষ্টের দায় তখন দলটির ওপর বর্তাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ