রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ ।। ২০ আশ্বিন ১৪৩২ ।। ১৩ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নিখোঁজ মাদরাসা ছাত্র হামদুল্লাহ রাইয়ানের সন্ধান চায় পরিবার এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ লাদাখ হত্যাকাণ্ড: কেডিএ ও ল্যাব বৈঠক বর্জন, বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের আমির নির্বাচনে টানা তৃতীয়বার শফিকুর রহমানের সম্ভাবনা জাতীয় ঐকমত্য কমিশন শিগগিরই জমা দেবে চূড়ান্ত প্রতিবেদন মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিরা: ভারতের বেনারসি ব্যবসায় ধস ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের নির্বাচন এবার আর সংযম নেই: পাকিস্তানের ভারতের প্রতি হুঁশিয়ারি সিলেটে ফিকরুল উম্মাহ পরিষদের ইমাম আজম রহ. কনফারেন্স

ফুলপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিঙহের ফুলপুর উপজেলা আওতাধীন রহিমগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকাল তিনটায় রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে সভাপতিত্ব করেন রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল করিম এবং পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য মাওলানা খোরশেদ আলম কাসেমী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, আলহাজ্ব হাফেজ আব্দুস সবুর খান, ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক মুফতি মুসতাক আহমাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু নাঈম, তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান, ফুলপুর পৌর শাখার সভাপতি হাজি আব্দুল কাদের, ফুলপুর উপজেলা যুব মজলিস সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম, সহ-সভাপতি হাফেজ আলমগীর হুসাইন, সংগঠন সম্পাদক মাওলানা শাব্বির আহমাদসহ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা জুড়ে উচ্ছ্বসিত পরিবেশ বিরাজ করে। বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং রিকশা মার্কায় ভোট দিয়ে ইসলামের পক্ষে রাজনীতি ও দেশসেবার অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ