বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিঙহের ফুলপুর উপজেলা আওতাধীন রহিমগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকাল তিনটায় রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে সভাপতিত্ব করেন রহিমগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল করিম এবং পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় অভিভাবক পরিষদ সদস্য মাওলানা খোরশেদ আলম কাসেমী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মুহাম্মাদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, আলহাজ্ব হাফেজ আব্দুস সবুর খান, ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক মুফতি মুসতাক আহমাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু নাঈম, তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি হিফজুর রহমান, ফুলপুর পৌর শাখার সভাপতি হাজি আব্দুল কাদের, ফুলপুর উপজেলা যুব মজলিস সভাপতি মাওলানা আহমাদুল হক তামিম, সহ-সভাপতি হাফেজ আলমগীর হুসাইন, সংগঠন সম্পাদক মাওলানা শাব্বির আহমাদসহ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভা জুড়ে উচ্ছ্বসিত পরিবেশ বিরাজ করে। বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং রিকশা মার্কায় ভোট দিয়ে ইসলামের পক্ষে রাজনীতি ও দেশসেবার অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
এনএইচ/