শনিবার, ০৪ অক্টোবর ২০২৫ ।। ১৯ আশ্বিন ১৪৩২ ।। ১২ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আজান, জবাব ও দোয়া পাঠের ফজিলত বেফাকের মেধা তালিকার ২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর নির্বাচন নিয়ে তাড়াহুড়োকারীদের স্লোগানে ভারতের সুর: পীর সাহেব চরমোনাই আধুনিক ও ইসলামী কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে মহানবীর জীবনাদর্শের বিকল্প নেই:  প্রফেসর ড. বেলাল হোসেন সমালোচনা ও অপপ্রচার উপেক্ষা করে নেতাকর্মীদের কাজে মনোযোগী হতে হবে: জমিয়ত মহাসচিব জানা গেল খেলাফত মজলিসের সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নাম ‘রোজা ও পূজাকে একসাথে মিলিয়ে তারা ধর্মীয় সীমারেখা ভেঙে দিতে চায়’ ইমামদের সমাজের সব ভালো কাজেও নেতৃত্বে চান জামায়াত আমির জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: ইবনে শাইখুল হাদিস দ্বীন শেখেন নাকি ‘শাইখদের’ ফ্রডগিরির সার্টিফাই করেন?

নির্বাচন নিয়ে তাড়াহুড়োকারীদের স্লোগানে ভারতের সুর: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছে তাদের কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তাদের স্লোগানে সুর রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলার মানুষের কাছে তিনটি কাজের কমিটমেন্ট করেছিলেন। সংস্কার, দৃশ্যমান বিচার এরপর জাতীয় নির্বাচন। কিন্তু বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি নির্বাচনের ঘোষণা দিলেন। কেন এবং কী কারণে এটা করলেন; দেশের মানুষ জানতে চায়। আজকে নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করছেন; তাদের স্লোগানের সঙ্গে ভারতের স্লোগান মিলে যায়।

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, আমরা দেখেছি- বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্ষমতার মসনদে বসে তারা দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের সন্তানদের জীবন কেড়ে নিয়ে মায়েদের কোল খালি করা হয়েছে। আর দেশকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো হয়েছে। এখন আমরা সজাগ হয়েছি, দেশের মানুষ এখন আর ঘুমিয়ে নেই। আমাদের সম্পদ আর চুরি করতে দেব না।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ৫৩ বছর যে ধারা এবং পদ্ধতিতে দেশ চলেছে; সেভাবে আর চলতে পারে না। এজন্য মৌলিক সংস্কার হতে হবে। কোটি কোটি টাকা পাচারকারীদের বিচার হতে হবে। এরপর জাতীয় নির্বাচনের একটা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন দলটির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি শামসুল হক সুমন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের বাঞ্ছারামপুর আসনের জন্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ কাজী মোহাম্মদ আলী।

উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জাকির হোসেন খাসনগরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করিম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুজাহিদ কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সৈয়দ আনোয়ার আহমদ লিটন ও কেন্দ্রীয় স্টেজ কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ