চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতে আমির হাফেজ মো. ইলিয়াস হোসেনকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা জামায়াত। তিনি বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি ফেসবুকে শেয়ার দিয়েছিলেন।
হাজীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোজাম্মেল হক মজুমদার পরান বলেন, ফেসবুক পোস্ট ও সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে চাঁদপুর জেলা জামায়াত তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।
প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মো. ইলিয়াছ হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ২৯ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে জামায়াতের আমির মো. ইলিয়াছ হোসেনকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে বিতর্কিত ওই ছবি ফেসবুকে শেয়ার করে ইউনিয়ন জামায়াতের আমির।
এনএইচ/