মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
ইসলামী যুব মজলিস রাজনগর উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (৩অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজনগর মজলিস কাযালয়ে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মোঃ জমসেদ আলমকে সভাপতি ও মোঃ রাশেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট রাজনগর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হন মাওলানা মাহফুজুল হক তালুকদার, মুফতি ইবাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক শাকির, সাংগঠনিক সম্পাদক শেখ ইসমাইল হুসাইন, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক সুমন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আবুল কাসেম , প্রকাশনা সম্পাদক ফাহিম আহমদ, সদস্য শেখ মোঃ আব্দুস সামাদ।
সমাপনী অধিবেশনে মোঃ জমসেদ আলমের সভাপতিত্বে ও মোঃ রাশেদ আহমদের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস রাজনগর উপজেলা সভাপতি মাওলানা কাওসার আহমদ তালুকদার, সেক্রেটারি মাওলানা এবাদুর রহমান তালুকদার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি সালমান আহমদ, জেলা যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি আহমদ কবির।
কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএইচ/