বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের জনমত গঠন হবে- মুফতী আমানুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারী গাজী ফেরদৌস সুমন এর সঞ্চালনায় যৌথসভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের হাতপাখা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি ও খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হুসাইন মিয়া।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের জনমত গঠন হবে। জনগণ চায় গত ১৬ বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার পরিচালিত দমন পীড়ন রাজনীতি প্রথার নির্বাচন ব্যবস্থার অবসান। জনগণের প্রতিটি ভোটের সুষ্ঠু মূল্যায়ন ছাড়া জাতির মুক্তি নাই, জাতি তাঁর কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ তখনই পাবে যখন জাতি ভোটাধিকার পাবে। কাজেই আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নাই। পিআর একটি সুচিন্তিত সঠিক নির্বাচন ব্যবস্থা কাজেই জনগণ চায় পিআর পদ্ধতিতে নির্বাচন। জনগণ ঐক্যবদ্ধ তাই পিআর ছাড়া অন্য কোনো পদ্ধতির নির্বাচন ব্যবস্থা মেনে নেবে না।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, জনগণের প্রতিটি ভোটের প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আর কোনো সরকার একক চিন্তাধারায় দেশ পরিচালনা করতে পারবে না, সকলের মতামত প্রতিষ্ঠিত হবে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে। তাই কেন্দ্র ঘোষিত পিআর সহ ৫ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে সকল প্রস্তুত থাকতে হবে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সহ-সভাপতি আব্দুল মান্নান, জয়েন্ট সেক্রেটারী এইচ.এম.খালিদ সাইফুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ বদরুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা মহানগরীর সদর থানার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার আলী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি এস এম কামাল হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ মাহাজন, রিপন হাওলাদার, রমজান শেখ, মোঃ জাবেদ হোসেন, শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, মুফতী আমানুল্লাহ, মোঃ আল আমিন, রফিকুল ইসলাম, শেখ শাহরিয়ার নাফিস, ফাহিমুর রহমান, মিরাজুল ইসলাম, মোঃ নূরুল করীম, আরাফাত হোসেন সিকদার, মোঃ তামিম মল্লিক, কামরান শান্ত সহ থানা আন্দোলন সকল ওয়ার্ড দায়িত্বশীল ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উক্ত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন এর সিদ্ধান্তক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার ৩৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় আহবায়ক হিসেবে আলহাজ্ব আবু তাহের ও সমন্বয়কারী গাজী ফেরদৌস সুমনের নাম ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ