বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে একাই রাজপথে লড়ব: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হ ক বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন হতে দেব না। আমি বাংলাদেশের বিভিন্ন দলের নেতাদের বলছি, আপনারা আগে পরিষ্কার করুন বাহাত্তরের সংবিধান না জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনে যাবেন।

তিনি আরও বলেন, আমার ছাত্র ভাইয়েরা মসনদে বসেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করলে পালিয়ে যেতেও দেব না। জুলাই সনদে আগামী দিনে দেশ পরিচালনা করতে হবে। আর যদি কেউ জুলাই সনদ বাস্তবায়নে না থাকে আমি একাই রাজপথে লড়ব। ফ্যাসিবাদের জননী খুনি হাসিনা দেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে দেশ থেকে পালিয়েছে তার বাবা ও শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে থেকে মুক্তি পেয়ে ঢাকায় অবস্থান না করে ভারতে ইন্দিরা গান্ধীকে নমস্কার করে ৩০ লক্ষ শহীদের সাথে বেইমানি করেছিল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাখা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবীরের পরিচালনায় এতে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহম্মদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমদ।  বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা সহসভাপতি মাওলানা আনোয়ারুল হক মাহমুদ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আব্দুল হাই মক্কী, মাওলানা এনামুল হক হক্কানী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ