বাংলাদেশের প্রাচীণতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, শাপলা, পিলখানা ও জুলাই হত্যাযজ্ঞ সহ সকলগণহত্যার দ্রুত বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে দ্রুত জাতীয় নির্বাচন, পারাজিত ও বিতাড়িত ফ্যাসীবাদের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রার্থমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ ৫ দফা দাবীতে ইতিমধ্যেই সংবাদ সম্মেলন, গণসচেতনতা তৈরি ঢাকা মহানগর সহ দেশের সকল মহানগরে বিক্ষোভ সমাবেশ এবং জেলা ও উপজেলা প্রর্যায়ে বিক্ষোভ সমাবেশ এর কর্মসূচি পালন করেছে।
সংগঠন এর মুহতারাম আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার আজ গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আগামী দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
কর্মসূচি
২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, শাপলা গণহত্যা, পিলখানাও জুলাই হত্যাকান্ডের দ্রুত বিচার এবং ফ্যসীবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধের দাবীতে, সারাদেশে গণ সংযোগ, জনমত তৈরি ও প্রচারপত্র বিতরণ।
১০ অক্টোবর রাজধানী ঢাকায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির গণ মিছিল।
সংগঠনের পক্ষ থেকে ঘোষিত কর্মসূচি পালনের জন্য সারাদেশের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন, দেশ এখনো গভীর সংকট ও ক্রান্তিলগ্ন অতিক্রম করছে জুলাই অভূথ্যানের প্রকৃত উদ্দেশ্য অর্জিত হবার আগ পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে এসব কর্মসূচিেতে অংশ গ্রহণ ও সর্বাত্মক সফল করতে নেতৃদ্বয় আহবান জানান এবং ইন্টেরিম প্রশাসনকে দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহনের জোর দাবি জানান।
নইলে দেশের ছাত্র জনাতার মাধ্যমে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে মর্মেও কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
আরএইচ/