মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৫ আশ্বিন ১৪৩২ ।। ৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াতের ৫ দফা দাবি আদায়ে ২য় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের জামায়াত ক্ষমতায় গেলে নারীরা নাচতেও পারবেন, বললেন দলটির নেতা  প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১১ ইসরাইলি সেনা হতাহত ছোট্ট যে আমলে গাছের পাতার মতো ঝরে যায় গুনাহ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের শিশুদের জন্য চকলেটের ব্যবস্থা করে প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল ইসরায়েলের হামলায় গাজায় ৩৯ ফিলিস্তিনি নিহত

শিশুদের জন্য চকলেটের ব্যবস্থা করে প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নামাজের প্রতি শিশুদের আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। তারা রাজধানীর বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন। তাদের এই উদ্যোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এই কাজের ফলে নানা নেতিবাচক কর্মকাণ্ডে সমালোচনার মুখে থাকা ছাত্রদলের অনেকে প্রশংসা করছেন।

জানা গেছে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহ দপ্তর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা এম এ তাইফুল হকের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ অনেকেই সম্পৃক্ত বলে জানা গেছে।

ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সামাজিক মাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।

এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বাচ্চাদের ইসলামি মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।

ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছাত্রদলের আছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নাসির।

এনইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ