মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৫ আশ্বিন ১৪৩২ ।। ৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
৫ দফা দাবি আদায়ে ২য় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের জামায়াত ক্ষমতায় গেলে নারীরা নাচতেও পারবেন, বললেন দলটির নেতা  প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ১১ ইসরাইলি সেনা হতাহত ছোট্ট যে আমলে গাছের পাতার মতো ঝরে যায় গুনাহ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘে সভাপতিত্বের জন্য প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত বাংলাদেশের শিশুদের জন্য চকলেটের ব্যবস্থা করে প্রশংসা কুড়াচ্ছে ছাত্রদল ইসরায়েলের হামলায় গাজায় ৩৯ ফিলিস্তিনি নিহত  ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

ভোলায় জামায়াত থেকে বহিষ্কার হয়ে বিএনপিতে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোলা প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা শাখার জামায়াতে ইসলামীর সাবেক বহিষ্কৃত নেতা মাওলানা ওমর ফারুক তার ৪৫ জন অনুসারী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

গতকাল সোমবার রাতে ভোলা-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের নিজ বাসভবনে সাবেক ওই জামায়াত নেতা ও তার অনুসারীদের গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানান।

বহিষ্কৃত জামায়াত নেতা মাওলানা ওমর ফারুক দুলারহাট থানা শাখার সাবেক বায়তুলমাল বিষয়ক সম্পাদক ছিলেন।

তিনি বলেন, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ আমার অনুসারীরা সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি।

এ বিষয়ে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম সাংবাদিকদের বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জমায়াতের ৪৫ জন নেতাকর্মী সোমবার বিএনপিতে যোগদান করেছেন। সেজন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। তাদের এ যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

এ ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন বলেন, ‘মাওলানা ওমর ফারুককে অর্থ কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের দলীয় কার্যক্রমে তার অংশ নেই অনেকদিন ধরে।

এক বছর পর তিনি যে কোনো দলে যোগাদান করতে পারেন, এটা তার ব্যক্তিগত বিষয়। আর বাকি যারা তার সঙ্গে যোগাদন করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না এবং কখনও জামায়াতে ইসলামীর রাজনীতি করেনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ