রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ।। ১২ আশ্বিন ১৪৩২ ।। ৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুই জেলার নামে হচ্ছে নতুন দুই বিভাগ, বাড়বে উপজেলার সংখ্যা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শই সর্বোত্তম আদর্শ শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য আগামীকাল ঢাকা এয়ারপোর্ট এলাকায় দাওয়াতুস সুন্নাহ’র ফ্রি মেডিকেল ক্যাম্প সেই বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা ‘মানবাধিকার কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে’ আ.লীগের ইতিহাস লুটপাট আর গণতন্ত্র হত্যার ইতিহাস : সালাহউদ্দিন ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড, সমালোচনা বিরোধী দলের জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করবে ১২ দলীয় জোট ‘ইরাকের কসাই’ খ্যাত টনি ব্লেয়ার গাজার সরকার প্রধান হতে পারেন

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শই সর্বোত্তম আদর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তমুদ্দুন মজলিসের আলোচনা সভায় বক্তারা বলেন, অশান্তি-বিক্ষুব্ধ আজকের বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবী হযরত মোহাম্মদ (স.) এর আদর্শের কোন বিকল্প নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনাদর্শ। স্রষ্টা প্রদর্শিত পথে মানবজাতিকে পরিচালনার জন্য যুগে যুগে নবী রাসূলরা এসেছেন, এমনকি অমুসলিম মনীষীরাও স্বীকার করেছেন মুহাম্মদ (স.) এর পথ অনুসরণের মাধ্যমে আজকের বিশ্ব সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারে।

শনিবার বিকেলে পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) ও তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, উপমহাদেশের পূর্বাঞ্চলে বাংলাদেশ নামে যে স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে বিদ্যমান তার অভ্যুদয় সম্ভবই হতো না, যদি এই অঞ্চলে বিশ্বনবীর আদর্শের অনুসারীদের বিপুল সংখ্যাধিক্য প্রতিষ্ঠিত না হতো। কিন্তু দুঃখের বিষয় আজকের মুসলিম বিশ্বও মহানবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে জিল্লতীর মধ্যে দিনাতিপাত করছে।

বক্তারা তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে বলেন, পাকিস্তান ভাগের পর বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও বিকাশ কেন্দ্র না থাকায় তমুদ্দুন মজলিস সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে ওঠে। ভাষা আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতীয় জাগরণ সৃষ্টি করে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অসামান্য অবদান রাখে। তমুদ্দুন মজলিসকে অনেকেই শুধু ভাষা আন্দোলনের প্রতিষ্ঠান হিসেবেই চিনে কিন্তু ভাষা আন্দোলনের পথ বেয়েই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ফলে বলা যায় তমুদ্দুন মজলিস স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশে বর্তমানে চলমান সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য তমুদ্দুন মজলিসের আদর্শে দেশের প্রতিটি জনগণকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হতে হবে।

তমুদ্দুন মজলিস মরহুম মনীষী ভাষা সৈনিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমসের আলী, সাবেক সচিব ও ডিজি আ.জ.ম শামসুল আলম ও মজলিসের সাবেক সম্পাদক শাহাবুদ্দীন খান প্রমুখের জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।

তমুদ্দুন মজলিসের সভাপতি বিশিষ্ট গবেষক ও সাবেক কূটনৈতিক অধ্যাপক. মুহাম্মদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, সিনিয়র সাংবাদিক মোবায়েদুর রহমান, সাধারণ সম্পাদক মেজর(অবঃ) জামিল আহমেদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ