শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ।। ১২ আশ্বিন ১৪৩২ ।। ৫ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
দুই জেলার নামে হচ্ছে নতুন দুই বিভাগ, বাড়বে উপজেলার সংখ্যা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবীর আদর্শই সর্বোত্তম আদর্শ শেখ হাসিনার মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য আগামীকাল ঢাকা এয়ারপোর্ট এলাকায় দাওয়াতুস সুন্নাহ’র ফ্রি মেডিকেল ক্যাম্প সেই বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় মামলা ‘মানবাধিকার কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানকে উস্কে দিবে’ আ.লীগের ইতিহাস লুটপাট আর গণতন্ত্র হত্যার ইতিহাস : সালাহউদ্দিন ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেবে না নিউজিল্যান্ড, সমালোচনা বিরোধী দলের জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করবে ১২ দলীয় জোট ‘ইরাকের কসাই’ খ্যাত টনি ব্লেয়ার গাজার সরকার প্রধান হতে পারেন

বিএনপিকে মানুষ আদর্শিক দল হিসেবে দেখতে চায়: খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে পরিবর্তন এসেছে, এটিকে ধারণ করতে হবে। বিএনপিকে মানুষ একটি আদর্শিক দল হিসেবে দেখতে চায়। আমরা যদি সেটি রক্ষা করতে না পারি, তবে এ বিএনপি দিয়ে দেশ গড়ে তোলা সম্ভব হবে না।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ‘জিয়া সুইমিং কার্নিভ্যাল প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “নতুন বাংলাদেশে গৎবাঁধা ও পুরনো ধ্যানধারণার রাজনীতি দিয়ে আর চলবে না। মানুষের মনোজগতে যে বড় পরিবর্তন এসেছে, তা ধারণ করেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে নতুন ভিশন, নতুন ধারণা ও দূরদৃষ্টি নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, দেশের মানুষের মানসিকতায় বড় পরিবর্তন ঘটছে। এ পরিবর্তনকে উপলব্ধি করতে না পারলে আগামী দিনের রাজনীতি টেকসই হবে না। একই সঙ্গে রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও অর্থনীতিকেও গণতন্ত্রের কাঠামোর আওতায় আনতে হবে।

ক্রীড়া প্রসঙ্গে তিনি বলেন, “আমরা রাজনীতিতে গণতন্ত্রের কথা বলি, কিন্তু খেলাধুলায় তা বলি না। দেশের প্রত্যেক মানুষ যাতে খেলাধুলায় অংশ নিতে পারে, সে পরিবেশ তৈরি করতে হবে। একইভাবে অর্থনীতিকে এমনভাবে গণতান্ত্রিক করতে হবে, যাতে সব মানুষ উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারে।”

তারেক রহমানের ক্রীড়াবিষয়ক পরিকল্পনার কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্রিকেট, ফুটবল, সুইমিংসহ যে যার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী অংশ নেওয়ার সুযোগ পাবে। বিশ্বের অনেক দেশ খেলাধুলার মাধ্যমে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। খেলাধুলা একটি শক্তিশালী সফট পাওয়ার, যার মাধ্যমে সামরিক শক্তি ছাড়াই আন্তর্জাতিক পরিসরে দেশের পরিচিতি বাড়ানো যায়। আমরাও ইনশাআল্লাহ সেই পথে এগোবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। কার্যক্রম পরিচালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ