বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আজ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। তাই এখনই সময় দেশ পুনর্গঠনের।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে শনিবার (তারিখ উল্লেখ নেই) ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক শক্তি যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে স্বাধীনতার পর যেমন স্বৈরাচার জেঁকে বসেছিল, ঠিক তেমনি আবারও স্বৈরশাসনের আবির্ভাব ঘটতে পারে।”
উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালের সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন দলের ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এরপর দীর্ঘ সময় সম্মেলন হয়নি। আহ্বায়ক কমিটির মাধ্যমেই দলের কার্যক্রম চলছিল।
এমএইচ/