শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ।। ১২ আশ্বিন ১৪৩২ ।। ৫ রবিউস সানি ১৪৪৭


দেবিদ্বারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি)

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমু’আ, উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা শামীম আল হাসান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের দেওয়াল ঘড়ি প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবুর রহমান ফরাজি (পীর সাহেব সূর্যপুর)।

সমাবেশে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, মাওলানা হাবিবুর রহমান ক্বাফীসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, খেলাফত মজলিসের ৬ দফা দাবি জনগণের অস্তিত্ব রক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের দাবি। তাঁরা আরো বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই,জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে খেলাফত মজলিস রাজপথে রয়েছে এবং থাকবে। ইনশাআল্লাহ!

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ