শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১১ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
স্বৈরাচার তৈরির সকল পথ বন্ধ করতে পিআর পদ্ধতির বিকল্প নাই: গাজী আতাউর রহমান পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনার ৮ থানায় বিক্ষোভ ৬ দফা দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল গাজায় লাউড স্পিকারে নিজের বক্তব্য শোনানোর নির্দেশ নেতানিয়াহুর ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের সংসদে পাঠাতে হবে: জমিয়ত মহাসচিব আগামী নির্বাচনে লড়াই হবে চাঁদাবাজ-মাস্তানদের বিরুদ্ধে: জামায়াত সেক্রেটারি পিআরসহ ৫ দফা দাবিতে দেশব্যাপী ইসলামী আন্দোলনের গণমিছিল ছাগল ছুরি: চোরের হেদায়েতের জন্য দোয়া মাহফিল এক সময়ের সিনেমা হল এখন তাবলিগের মারকাজ! সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

আগামী নির্বাচনে লড়াই হবে চাঁদাবাজ-মাস্তানদের বিরুদ্ধে: জামায়াত সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের বিরুদ্ধে নতুন ভোটারদের লড়াই হবে। সুতরাং, যে তরুণরা অতীতে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, তারাই আগামীতেও দেশ পরিচালনার দায়িত্ব নিতে ভুল করবে না। তিনি ছাত্র-যুবদের নেতৃত্বে আসন্ন নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি মানবিক ও সাম্যের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াত যদি দেশসেবার সুযোগ পায়, তাহলে বেকারত্ব দূর করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার যথাযথ পরিকল্পনা গ্রহণ করবে।

ডুমুরিয়া-ফুলতলার প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এর মূল কারণ বিল ডাকাতিয়া। এই বিলকে ঘিরে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে। ডুমুরিয়াকে একটি ব্যবসায়িক হাবে পরিণত করা হবে।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কার করা হবে। শিক্ষার্থীরা পাশ করার পরপরই চাকরির ব্যবস্থা করা হবে। যাদের চাকরি দেওয়া সম্ভব হবে না, তাদেরকে বেকার ভাতা প্রদান করা হবে।

কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

‘তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত যদি দেশ পরিচালনার সুযোগ পায়, তবে শুধু মুসলমান নয়—সব ধর্মের মানুষ, এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন, ইনশাআল্লাহ।

এজন্য তিনি আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ইসলামী মোর্চার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুর রশীদের সঞ্চালনায় এ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন জামায়াতের হিন্দু কমিটির ডুমুরিয়া উপজেলা সভাপতি কৃষ্ণনন্দী, সহ-সভাপতি ডা. হরিদাস মণ্ডল এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেবপ্রসাদ।

এছাড়াও বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, এডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মুহা. নোমান হোসেন নয়ন, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম আল ফয়সাল, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু ইউসুফ ফকির, খুলনা জেলা যুববিভাগের সভাপতি গোলাম মোস্তফা আল মুজাহিদ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ