শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১১ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :

বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার শূরা অধিবেশন ও কমিটি পুনর্গঠন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার মজলিসে শূরা অধিবেশন ও কমিটি পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা মডেল মসজিদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পবিত্র কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল মান্নান চৌধুরী এবং পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি পদপ্রার্থী মুফতি মুহসিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাঁতগাও মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, মাওলানা বশির আহমাদ, মাওলানা কাউসার আহমাদসহ উপজেলার সম্মানিত উলামায়ে কেরাম।

শূরা অধিবেশনে আগামী দুই বছরের জন্য হাফেজ মাওলানা আহমাদ হোসাইনকে সভাপতি ও হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহসিনুল হাসান বলেন, অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। খেলাফতের দাওয়াত বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার জন্য আল্লামা মামুনুল হকের কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস সকল মত-পথ ও ধর্মের মানুষকে নিয়ে একটি ইনসাফপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। সে লক্ষ্যে মামুনুল হক মনোনীত রিকশা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি কর্মীকে সচেষ্ট হতে হবে। নবনির্বাচিত কমিটির সদস্যদের তিনি অভিনন্দন জানান এবং শপথ বাক্য পাঠ করান।
নবনির্বাচিত কমিটি

বাংলাদেশ খেলাফত মজলিস বিজয়নগর উপজেলা শাখার নবনির্বাচিত নির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা হুসাইন আহমদ (সিঙ্গার বিল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মাওলানা মাহফুজুর রহমান (পত্তন)। সহ-সভাপতি হয়েছেন মাওলানা সিরাজুল ইসলাম (চান্দুরা), মাওলানা আবুল খায়ের (কাঞ্চনপুরী), মাওলানা আলমগীর (হরষপুর), মাওলানা মোজাম্মেল হক (চর ইসলামপুর), মাওলানা জুনায়েদ (পাহাড়পুর) ও মুফতি এনামুল হক জহিরী (চম্পকনগর)।

সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা জিয়াউর রহমান (পাহাড়পুর), মুফতি জাহিদুল ইসলাম (পত্তন), মুফতি এনামুল হক (ইছাপুর), মাওলানা ওবায়দুল্লাহ (ইছাপুরা), মাওলানা আবু হানিফ (পাহাড়পুর), মাওলানা আনোয়ার (হরষপুর) ও মাওলানা মনসুর (সিঙ্গার বিল)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. খাইরুল ইসলাম (পত্তন)। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা নবি নেওয়াজ (ইছাপুরা), মাওলানা শামসুজ্জামান (সিঙ্গার বিল) ও মোল্লা রায়হান উদ্দিন নাঈম (পাহাড়পুর)।

প্রচার সম্পাদক হয়েছেন মাওলানা মুসা আল হাবিব (পাহাড়পুর) এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন মাওলানা জাকির হোসেন (পত্তন)। বাইতুলমাল সম্পাদক হয়েছেন মুফতি আসাদুল্লাহ (চম্পকনগর) এবং সহ-বাইতুলমাল সম্পাদক হয়েছেন মো. হোসাইন (পত্তন)। দপ্তর সম্পাদক হয়েছেন হাফেজ ফয়জুল্লাহ (সিঙ্গার বিল) এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন হাফেজ আব্দুল মালেক (চম্পকনগর)। প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি কামাল উদ্দিন (পাহাড়পুর)।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ