শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১১ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
নির্যাতিত মুসলিমদের জন্য যে দোয়া করবেন ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প কিশোরগঞ্জে গাজার মজলুমদের মুক্তি কামনায় দোয়া মাহফিল ফরিদপুরে জমিয়তের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা কোনো ঘোষণা ছাড়া ৩ জেলা থেকে ঢাকাগামী বাস বন্ধ করলেন মালিকরা, ভোগান্তিতে যাত্রীরা তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার উদ্যোগে দুই বিভাগে পাঠদান পদ্ধতি নিয়ে কর্মশালা ড. ইউনূস রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন: শায়খে চরমোনাই ‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে’  কচুয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক ইব্রাহিমীর মতবিনিময় সভা পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা 

ড. ইউনূস রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন: শায়খে চরমোনাই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। রাষ্ট্র পরিচালনায় তিনি আন্ডা পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে বোয়ালমারী চৌরাস্তার মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ড. ইউনূসের সমালোচনা করে শায়খে চরমোনাই বলেন, প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমানিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন।

মুফতি ফয়জুল করীম বলেন, সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন। উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছেন। তিনি আরও বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে। তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করে, প্রকৃত অর্থে মানুষের মতামত তুলে ধরে না।

মুফতি ফয়জুল করীম বলেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি পাঁচবার ও আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এ দেশের মানুষ ওই সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচন যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে। এতে প্রত্যেক নাগরিকের ভোটের মর্যাদা থাকবে, প্রতিষ্ঠা পাবে ন্যায়বিচার, সকল বৈষম্য দূর হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ালিউর রহমানকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন মুফতি ফয়জুল করীম।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি আব্দুল হক মৃধা। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরাফত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আকরাম আলী প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ