শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১০ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে’  কচুয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক ইব্রাহিমীর মতবিনিময় সভা পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা  যারা শরিয়াহ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে : জমিয়ত মহাসচিব  মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের উপজেলা কমিটি গঠন জুলাই সনদের আইনিভিত্তি ও গণহত্যার বিচারের পর নির্বাচন হবে : মাসুদ নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’ পালন রাতে ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট প্রতিনিধির বৈঠক

কচুয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক ইব্রাহিমীর মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ওমর ফারুক ইব্রাহিমীর আহ্বানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় কচুয়াস্থ রাজমহল হোটেলের পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

এতে সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সেক্রেটারি মুহা. ইমান হোসাইন জহির।

সভায় মুফতী ওমর ফারুক ইব্রাহিমী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কার্যক্রম, সাংগঠনিক প্রস্তুতি এবং করণীয় বিষয়ে সর্বিক দিকনির্দেশনা দেন।

এছাড়া বক্তব্য রাখেন— মাওলানা ইসমাইল বিন মাহমুদ ইব্রাহিমী, সাবেক এমপি পদপ্রার্থী মাওলানা যোবায়ের আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা সভাপতি মাওলানা আবু হানিফ পাটোয়ারী, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী মাসুদুর রহমান ইব্রাহিমী, বামুক উপজেলা সদর প্রতিনিধি মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন কচুয়া উপজেলা সভাপতি মোঃ মাজহারুল ইসলাম, যুব নেতা মোঃ শাহিন আলম, ছাত্রনেতা এইচ এম আরিফুল ইসলাম প্রমুখ।

সভা শেষে মুফতী উমর ফারুক ইবরাহীমী কাসেমী উপস্থিত দায়িত্বশীলদের নিয়ে জামিয়া আহমাদিয়া কচুয়া মাদরাসার মুহতামিম, শিক্ষা সচিব ও অন্যান্য শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি, প্রিন্সিপাল মাওলানা আবু হানিফ পাটোয়ারী, সেক্রেটারি, জনাব ইমান হোসাইন জহির, মাওলানা যোবায়ের আহমদ পাটোয়ারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কচুয়া উপজেলা শাখার সেক্রটারি, মুফতি মাসুদুর রহমান ইব্রাহীমি, জয়েন্ট সেক্রেটারি, হাফেজ মাওলানা নাছির আল হানাফী প্রমুখ।

সবশেষে আগামী দিনের রাজনৈতিক করণীয় ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও জনসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ