শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ।। ১০ আশ্বিন ১৪৩২ ।। ৪ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে’  কচুয়ায় সংসদ সদস্য পদপ্রার্থী ওমর ফারুক ইব্রাহিমীর মতবিনিময় সভা পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হলো দারুল উলূম সাতবাড়িয়ার বার্ষিক প্রতিযোগিতা  যারা শরিয়াহ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে : জমিয়ত মহাসচিব  মুরাদনগরে নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের উপজেলা কমিটি গঠন জুলাই সনদের আইনিভিত্তি ও গণহত্যার বিচারের পর নির্বাচন হবে : মাসুদ নেতানিয়াহুর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করল স্লোভেনিয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর লাদাখের কারগিলে ‘কমপ্লিট শাটডাউন’ পালন রাতে ঢাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট প্রতিনিধির বৈঠক

যারা শরিয়াহ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে : জমিয়ত মহাসচিব 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে অতীতের ফ্যাসিস্ট শাসনামলে জনগণের কোনো সাংবিধানিক, ধর্মীয়, মানবাধিকার কিংবা বাকস্বাধীনতা ছিল না বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তিনি বলেন, “আমরা গৌরবগাঁথা ইতিহাস বুকে ধারণ করে রাজনীতিতে এসেছি। ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামকে মুখে ধারণ করলেও যারা শরিয়াহ-বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে জনগণকে সাথে নিয়ে প্রত্যাখ্যান করতে হবে।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেটের গোলাপগঞ্জ চৌমুহনীতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আফেন্দি আরও বলেন, “ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণের আন্দোলনে যারা শহীদ হয়েছেন—বিশেষ করে গোলাপগঞ্জে ২০২৪ সালের আন্দোলনে শহীদ সাতজনকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তারা ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য রক্ত দিয়েছেন।”

তিনি বলেন, “যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের অর্থ লুটে বিদেশে, বিশেষ করে কানাডায় ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে, তাদের প্রতিহত করতে হবে। আগামী নির্বাচনে জমিয়তের খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে হাফিজ মাওলানা ফখরুল ইসলামকে বিজয়ী করতে হবে। এখন থেকেই সংগঠিতভাবে মাঠে নামার আহ্বান জানাচ্ছি।”

গণসমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি আব্দুল মতিন নাদিয়া ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান।

সমাবেশ সঞ্চালনা করেন মাওলানা আলী আহমদ (সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ) ও আব্দুল হক ক্বাসেমী (সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার)।

গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ ও বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হক ক্বাসেমীর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জমিয়তের যুগ্ম-মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মুফতি মক্ববুল হুসাইন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি শায়খুল হাদীস মুফতী মুজীবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, মাওলানা নজরুল ইসলাম, মহানগর জমিয়তের সহ সভাপতি আহমদ কবির আমকুনি, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি মাহফুজ আহমদ।

আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে কেরাম সিলেট জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মনসুর আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে নেতাকর্মীরা গোলাপগঞ্জ চৌমুহনীতে মিছিল বের করেন। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ