খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ মহানগরীর শাখার অগ্রসর কর্মীদের নিয়ে এক তরবিয়তি মজলিস শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় রিয়াদের বাথা রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
মহানগরী সভাপতি মাওলানা আবুল হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল আলিম মেহদির পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, রিয়াদ মহানগরী উপদেষ্টা মাওলানা আব্দুশ শাকুর।
সমাপনি অধিবেশনে বক্তব্য রাখেন রিয়াদ মহানগরী সিনিয়র সহ-সভাপতি মাওলানা মনসুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদুল্লাহ বুলবুল, হাফিজ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিরুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মামুনুর রশিদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন চাঁটগামী, অফিস সম্পাদক মুহাম্মদ শহিদুল হক, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ফাহিম, সাবেক ছাত্রনেতা মাওলানা সুলাইমান আহমদ হুজায়ফা প্রমুখ।
আরএইচ/