শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

‘শহীদ ও আহতদের রক্তের দায় শোধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, জুলাই মাসে হাজারো মা সন্তান হারিয়েছেন, অসংখ্য যুবক শহীদ হয়েছেন। তাদের প্রত্যাশা ছিল দেশে স্বৈরতন্ত্রের চির অবসান। সেই লক্ষ্য পূরণে এবং শহীদ-আহতদের রক্তের দায় শোধ করতে জাতীয় নির্বাচন অবশ্যই পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে দিতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর উত্তরা আজমপুর মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। এ সময় পীর সাহেব চরমোনাই তার হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

গণসমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ আবু হানিফ, ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব আবু জাফর আলম প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যাকারীদের বিচার, রাষ্ট্র সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনই বর্তমান সময়ের প্রধান দাবি। এই সমাবেশের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও জনআকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ