বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
আ.লীগের সব অফিস বন্ধ করতে ভারতকে আহ্বান বাংলাদেশের খুলনায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা মুসা আল হাফিজের সৃষ্টি ও দৃষ্টি ডাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুফতি রায়হান জামিল কুমিল্লা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাওলানা যাইনুল আবিদীনের মৌলিক সিরাত গ্রন্থ ‘আমাদের নবীজি’ বাজারে পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা পীর সাহেব চরমোনাইয়ের

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসা শেষে হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে মির্জা ফখরুলের ভেরিফায়েড ফেসবুক আইডিতে জানানো হয়, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন বিএনপির মহাসচিব। রাত ১টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ ও চিকিৎসক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি সেখানে চিকিৎসা নেন।

শায়রুল কবির খান জানান, ঢাকা ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে বৈঠকে যোগ দেন মির্জা ফখরুল। রাত ১১টা পর্যন্ত বৈঠকে অংশ নেওয়ার পর বাসায় গিয়ে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

স্থায়ী কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ, মহাসচিবের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন। সবার কাছে দোয়া কামনা করছি।’

চিকিৎসা শেষে বুধবার দুপুরে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ