তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে তাদরীবুল মুয়াল্লিমীন (শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে গনিপুর দাওরায়ে হাদিস মাদরাসায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদ উল্লাহ। সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ খাঁন যৌথভাবে কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস।
প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন নাজিরপুর মাদরাসার মুহতামিম ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদরাসাতুল ইতকান লি-উলুমিল কোরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, উস্তাজুল হুফফাজ মাওলানা ক্বারী আনিসুর রহমান।
কর্মশালায় চান্দিনা থানার অন্তর্ভুক্ত বিভিন্ন কওমি মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন। শিক্ষকতার মূলনীতি, আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের উপায় এবং ছাত্রদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুফতি কেফায়েত উল্লাহ নোমানী, মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা আব্দুল কুদ্দুস, শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুস সুবহান পাহাড়পুরী, মুফতি ইয়াহ ইয়া রাশেদ কাসেমী, মুফতি এনামুল হক সাতবাড়িয়া, মুফতি উজায়ের আহমদ, মাওলানা ওমর ফারুক, মুফতি শোয়াইব বিন শফিক, কাজী হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ, মাসউদুর রহমান, মাওলানা আবু ইউসুফ বসন্তপুরী, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।
এমএইচ/