বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ ।। ২৩ শ্রাবণ ১৪৩২ ।। ১৩ সফর ১৪৪৭

শিরোনাম :
হেফাজত আমিরের বক্তব্যের কড়া জবাব জামায়াতের বেহাত ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে অভিযান শুরু হচ্ছে: ধর্ম উপদেষ্টা  আমীরে জামায়াত দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই কুমিল্লায় আলেম ও জনসাধারণের করণীয় শীর্ষক আলোচনা সভা আগামীকাল জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি জুলাই ঘোষণাপত্রে উপেক্ষিত শাপলা ট্রাজেডি, ক্ষুব্ধ ইসলামপন্থীরা দারুল উলুম দেওবন্দে ইসলাহি মজলিস অনুষ্ঠিত জুলাই ঘোষণাপত্রে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: নেজামে ইসলাম পার্টি বাসচাপায় ইসলামী আন্দোলন নেতা নিহতের ঘটনায় বিচার দাবি নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়: মেজর হাফিজ

পাকিস্তানের সেনাপ্রধান রাষ্ট্রপতি হচ্ছেন গুঞ্জনে যা জানাল আইএসপিআর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন খবরকে ‘মনগড়া ও ভিত্তিহীন’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক মুখপাত্র সংস্থা আইএসপিআর।

সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, সেনাপ্রধান আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনাই নেই। এ ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে, গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এমন গুজব অস্বীকার করে বলেন, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে পদত্যাগ করতে বলা হয়নি এবং সেনাপ্রধান রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন—এমন কোনো ঘটনাও ঘটেনি। বরং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান একসঙ্গে কাজ করছেন দেশের অগ্রগতির লক্ষ্যে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী—যিনি সামরিক নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত—সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, এই তিন শীর্ষ নেতৃত্বকে ঘিরে ছড়ানো কুৎসিত গুজব উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক। কারা এই অপপ্রচারের পেছনে রয়েছে, সে বিষয়ে সরকার অবগত বলেও তিনি জানান।

একই সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গে আইএসপিআরের মহাপরিচালক বলেন, ভারত যদি নতুন করে আগ্রাসনের চেষ্টা করে, তাহলে পাকিস্তান পাল্টা জবাব দেবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তার ভাষায়, “প্রতিক্রিয়া শুরু হবে পূর্ব দিক থেকেই, আর পাকিস্তান যেকোনো স্থানে আঘাত হানার ক্ষমতা রাখে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ