নেত্রকোণা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস আটপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ ইউএনও "রুয়েল সাংমা স্যার" ও অফিসার ইনচার্জ "মোহাঃ আশরাফুজ্জামান স্যার"র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (০৪ আগস্ট) দুপুর বারোটার দিকে ইউএনও-র কার্যালয়ে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দলটি আটপাড়া উপজেলাধীন জনসাধারণের কল্যাণ কামনা করে জনসাধারণের সেবামূলক কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। অতঃপর উপজেলা শাখার খেলাফত মজলিসের কমিটির তালিকা তাদের কাছে জমা দিয়ে দলটিকে নিবন্ধনের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন : মাওলানা আজীজুর রহমান (সভাপতি), মাওলানা বুরহান উদ্দীন (সাধারণ সম্পাদক), মাওলানা সুহাইল (যুগ্ম সাধারণ সম্পাদক), হাফেজ রফিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), মাওলানা জাহিদুল ইসলাম ছালেহ (প্রচার সম্পাদক), মাওলানা লুকমান, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা মুঈন তালুকদার সহ আরো অনেকে।
এমএম/