বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের অধীনে কেরানীগঞ্জ মডেল থানা শাখা পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (২৬ মে) বাদ জোহর কেরানীগঞ্জের আঁটি বাজারে দায়িত্বশীলদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে সকলের পরামর্শে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি: মাওলানা জাকির হোসেন; সিনিয়র সহ-সভাপতি : মাওলানা হেদায়েত উল্লাহ; সেক্রেটারি: মাওলানা আবু মুসা।
এছাড়াও কেরানীগঞ্জের সর্বস্তরের আলেম ও সাধারণ মানুষের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি ও কেরাণীগঞ্জ জোনের তত্বাবধায়ক মাওলানা জয়নাল আবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি মাওলানা ফজলুল বারী, ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সাগর।
নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
শাখা পুনর্গঠন করেই আগামী নির্বাহী বৈঠকের তারিখ নির্ধারণ ও ইউনিয়নভিত্তিক জিম্মাদার বন্টন করে বৈঠক সমাপ্ত করা হয়।
এমএইচ/