বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘রাজনৈতিক কারণে মুসলমানরা ধর্মনিরপেক্ষ হতে পারে না। অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনে নিরাপত্তার ব্যবস্থা করবে মুসলিম ভাইয়েরা।’
শনিবার (১০ মে) রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার চঙ্গ শিমুলিয়া চৌরাস্তায় স্থানীয় জামে মসজিদের ৫ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, ‘আগামী দিনে বাংলাদেশ চলবে ইসলামের আলোকে। কারণ, দেশের ৯০ শতাংশ মুসলমান ইসলামী আদর্শ নিয়ে চলতে চায়।’
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রিয় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা শাহ সাঈদ নূর।
এসময় আরো বক্তব্য দেন বাংলাদেশ খেলাফস মজলিসের মানিকগঞ্জ জেলা আমির মুফতী আব্দুল্লাহ আল ফিরোজ, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের মুহতামিম খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, চঙ্গ শিমুলিয়া মসজিদের সভাপতি মোঃ হারুনুর রশিদ খান, বায়তুল মামুর জামে মসজিদের খতীব শায়েখ হাসান জামিল, মুফতী মুরতাজা হাসান ফয়েজী মাসুম, মুফতী তাওহীদুল ইসলাম, মাওলানা ওয়ালিউল্লাহ আরমান, মুফতী নিজামউদ্দিন, মুফতী মুহাম্মদুল্লাহ এবং মুফতী হেদায়েতুল্লাহ, সম্মেলন ও মাহফিল কমিটির আহ্বায়ক মিজানুর রহমান খান মজনু প্রমুখ।
সম্মেলনের বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জনকারী হাফেজ হুজ্জাজ মাহমুদ।
মাহফিলে ঘিওর উপজেলা ছাড়াও মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ভক্ত, ধর্মপ্রাণ মুসল্লি ও ইসলামপ্রিয় মানুষজন অংশ নেন।
এ আয়োজনে বক্তারা ইসলামী জীবনব্যবস্থা, সমাজ সংস্কার এবং মানবতার দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এমএইচ/