শনিবার, ১০ মে ২০২৫ ।। ২৬ বৈশাখ ১৪৩২ ।। ১২ জিলকদ ১৪৪৬


আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের সংহতি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগকে গণহত্যার জন্য দায়ী করে তাদের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশ। এই দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ করছে ছাত্র-জনতা। সেই সমাবেশের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 

শুক্রবার (৯ মে) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এই সংহতি প্রকাশের কথা জানানো হয়। 

বাংলাদেশ খেলাফত মজলিস জানায়, দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সমাবেশে অংশগ্রহণ করবে এবং আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করবে। 

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠছে। তবে বিএনপিসহ কয়েকটি দল এবং সরকারের মনোভাব হলো, আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা। এর মধ্যেই গতকাল খবর আসে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্যালক ও ছেলেসহ মধ্যরাতে দেশ ছেড়েছেন। এরপর থেকে ছাত্র-জনতার নতুন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে আন্দোলন শুরু করে। 

এক পর্যায়ে তারা বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। তাদের অবস্থান এখনো অব্যাহত আছে। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি দল ও নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ