কাতার ইউনিভার্সিটি থেকে ফিকহ ও উসূলুল ফিকহে মাস্টার্স সম্পন্ন করে মুমতায ও গবেষণা কর্মে অসাধারণ ভূমিকা রাখায় কাতারের আমিরের হাত থেকে গোল্ড মেডেল পেলেন জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন কৃতিছাত্র মুহতারাম মুহাম্মদ আবু তালেব।
বুধবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্পর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা তুলে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানি।
মুহতারাম আবু তালেবের বাড়ি চট্টগ্রামের হাটহাজীর উত্তর মাদার্শা গ্রামে। তিনি জামেয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রাক্তন কৃতি শিক্ষার্থী । এখানে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে ধারাবাহিকভাবে কুল্লিয়া প্রথম বর্ষ (অনার্স ১ম বর্ষ) পর্যন্ত দীর্ঘ ১০ বছর পড়াশোনা করেন।
কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইমাম ও খতিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলছেন। বর্তমানে তিনি কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন।
জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম এর শিক্ষক মাহমুদ মুজিব জানান
তাঁর এ অর্জনে আমরা গর্বিত ও পুলকিত। এ অর্জন শুধু জামেয়া দারুল মা'আরিফের নয় এটি বাংলাদেশরও একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর পাশাপাশি আরো বড় বড় অর্জনের জন্যে দুআ করছি।
এমএম/