শনিবার (১৯ এপ্রিল) বাদ জোহর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাউন্সিল বাস্তবায়ন কমিটির কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
বৈঠকে আসন্ন কাউন্সিলকে সামনে রেখে কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা শেষে মহান আল্লাহর মেহেরবানিতে সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পন্ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাউন্সিলর অনুষ্ঠিত হবে। এর আগের দিন ২৫ এপ্রিল কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে মজলিসে আমেলার বৈঠক।
এমএইচ/