বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আ. লীগের ‘নৌকা’ গোপালগঞ্জে ইউএনওর গাড়ি বহরে হামলা টেকনাফের পাহাড়ে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার ছয় লাশ পোড়ানোর মামলা: ট্রাইব্যুনালে ৮ আসামি পাবনায় ট্রাকচাপায় ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু, ট্রাক জব্দ “হাসিনা দেশকে মুক্তিযোদ্ধা-রাজাকারে ভাগ করেছিলেন”—ভোলায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তথ্য ফাঁসের জেরে যুক্তরাজ্যের গোপন পুনর্বাসন পরিকল্পনায় আশ্রয় পেলেন হাজারো আফগান গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, এনসিপি পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলনের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা গাজায় আরও ৬১ প্রাণহানি, ত্রাণকেন্দ্রে হামলা

আছিয়ার মৃত্যুতে এনসিপি নেতাদের শোক ও জড়িতদের শাস্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরার আছিয়া ইন্তেকাল করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে শোক প্রকাশ ও বিচার চেয়ে পোস্ট করেছেন। 

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শোক প্রকাশ করে বলেছেন, আছিয়া আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ধর্ষকদের বিচার দাবি করে বলেছেন, আছিয়ার ধর্ষনকান্ডে জড়িত ৪ আসামির সবাই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। এদের যেনো সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লা শোক প্রকাশ করে বলেছেন, আমাদের বোন আছিয়া আর নেই। 

তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কামনা করে বলেছেন, আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসাবশেষ জায়গায় নিয়ে গিয়েছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। 

তিনি এই অনাকাঙ্খিত মৃত্যুর দায় স্বীকার করে বলেছেন, পুরো বাংলাদেশ বোন আছিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত।

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ ও বিচার করেছেন।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে তারা। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ