সোমবার, ১৯ মে ২০২৫ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ওষুধ কেনার আগে যে কাজগুলো অবশ্যই করবেন কওমি সনদের স্বীকৃতি: একটি শিক্ষাগত বিভ্রান্তির যুক্তিগত পর্যালোচনা সাড়া ফেলেছে নূর মোহাম্মদের অলরাউন্ডার ধান নুসরাত ফারিয়া আদালতে, কারাগারে আটক রাখার আবেদন সমৃদ্ধ দেশ গঠনে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মাওলানা কবির আহমদ পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪, আহত ২০ গাজায় জোরদার ইসরাইলি হামলা, একদিনে নিহত ১৫১ ফিলিস্তিনি চিরনিদ্রায় শায়িত হলেন প্রচার বিমুখ বরেণ্য আলেম  আহমদ আব্দুল্লাহ চৌধুরী শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন সহ চবি ছাত্রদলের ৫ দফা দাবী কাবুলে চিকিৎসাসেবা, তালেবান সরকারের প্রশংসা কুড়ালো মারকাজুল ইসলামী

বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাইভেট মাদরাসা কল্যাণমূলক ঐক্যবদ্ধ জাতীয় সংগঠন ‘বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন’ (বিএমএ) এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল আজ শনিবার (১৭ মে) সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী। এছাড়া, ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মুহতামিম আল্লামা সুফিয়ান কাসেমী সম্প্রতি (বিএমএ) এর কেন্দ্রীয় কাউন্সিলের আংশিক কমিটি ঘোষণা করেন।

নব নির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল হামিদ গওহারী কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে বলেন, “ঐক্যবদ্ধ শক্তিই সাফল্যের মেরুদন্ড। ইসলামে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ঐক্য ও ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ঐক্যের সুফল সবাই জানে, আর বিভেদ ও অনৈক্যের ক্ষতিকর দিকও স্পষ্ট।” তিনি আরও বলেন, "আমরা কোনো ব্যক্তি বা সংগঠনের প্রতিপক্ষ নই, আমাদের কোনো বৈরিতা নেই। বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) কোনো নতুন বার্তা বা মিশন নিয়ে আসেনি, এটি এসেছে ঐক্য ও সংহতির বার্তা নিয়ে।"

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বলেন, "আমাদের মাদরাসাগুলোর দায়িত্বশীলদের মধ্যে একতা, সম্প্রীতি এবং সৌহার্দপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে হবে। আমরা একটি শক্তিশালী ইউনিট গড়ে তুলব এবং বিএমএ’র মাধ্যমে দেশের সব কম্বাইন্ড সিলেবাসের মাদরাসাগুলোকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদান করব।"

নব নির্বাচিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি:

সভাপতি: হাফেজ মাওলানা আব্দুল হামিদ গওহারী

সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা আব্দুল্লাহ

সিনিয়র সহ-সভাপতি: মুফতি ফয়জুল্লাহ

সহ-সভাপতি যৌথভাবে ‍দুইজন:

হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী

মাওলানা তানভীরুল ইসলাম মহসিন

যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতি আবুল হাসান শাহী

সাংগঠনিক সম্পাদক: মুফতি হিফজুর রহমান

যুগ্ম সাংগঠনিক সম্পাদক: মাওলানা আবীর মোহাম্মদ রওশান

দপ্তর সম্পাদক: মুফতি ইব্রাহিম খলিল কাওসারী

অর্থ সম্পাদক: মুফতি আহসান হাবিব

প্রচার সম্পাদক: হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসাইন

শিক্ষা সম্পাদক: মুফতি মিজানুর রহমান গওহারী

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মাওলানা হিশামুর রহমান

নির্বাহী সদস্য: নাজির আহমেদ তালুকদার, মাওলানা জালাল উদ্দিন

কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করা হয় ইসলাম, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ