বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ।। ২৮ কার্তিক ১৪৩২ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকল ধর্ম বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ঝুঁকিতে ফেলেছে সরকার বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মার বন্ধন এখনো অটুট: মাওলানা ফজলুর রহমান আ. লীগের নাশকতা ও গণহত্যার বিচার দাবিতে যুব মজলিস এর বিক্ষোভ মহাসড়কের পাশ থেকে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার গণভোটে চারটি বিষয়ের একটি প্রশ্ন, মতামত শুধু হ্যাঁ বা না-তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ মতভিন্নতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত ও ভাষণকে স্বাগত জানাল এবি পার্টি প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানাল ১২ দলীয় জোট সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান

‘ইমামের ওপর হামলা ইসলামের চেতনাবিরুদ্ধ গর্হিত কাজ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে বলেছেন, ইসলাম একটি সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক জীবনব্যবস্থা। ইসলামের আইনি ব্যবস্থা পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ। ইসলামের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। সেখানে একজন ইমামের কোনো কথাকে কেন্দ্র করে মসজিদের মধ্যে তাকে কুপিয়ে আহত করা নিঃসন্দেহে গর্হিত কাজ। এটা ইসলামের শিক্ষা, দর্শন ও চরিত্রের সাথে সাংঘর্ষিক একটি অপরাধ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ইসলাম সম্পর্কে আলেম ও খতিবের বা কারো কোনো শব্দচয়ন বা বাক্য বা মন্তব্য যদি কারো কাছে আপত্তিকর বলে মনে হয় তাহলে বিষয়টি সমাধান করার জন্য উলামায়ে কেরাম আছেন। ইসলাম বিশেষজ্ঞগণ আছেন। মন্তব্য বা শব্দ ইসলামের ব্যাপারে মানহানিকর হলে তার বিচার ও সুরাহা পদ্ধতি আছে। কিন্তু কোনো অবস্থাতেই নিজের বোধ-বিবেচনায় রক্ত ঝরানোর মতো কাজ করা ইসলাম সমর্থন করে না। চাঁদপুরের ঘটনা ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা জন্ম দেবে এবং নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সম্মান ও ভালোবাসা আমাদের ইমানের আবশ্যকীয় শর্ত। এটা আমাদের ঐক্য ও সংহতির ভিত্তি। কিন্তু কারো মুখের শব্দ প্রয়োগকে কেন্দ্র করে  আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার নামে রক্ত ঝড়ানো নিঃসন্দেহে অপরাধ। এটা ইসলাম সমর্থন করে না। বরং এই ধরণের আচরণের মাধ্যমে ইসলাম সম্পর্কে ভীতি ছড়িয়ে পড়বে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত ইমাম সাহেবের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে এবং  এই ধরণের হামলা ও তার নেপথ্যে থাকা চিন্তাকে প্রত্যাখ্যান করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ