শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

ইসলামি ঐক্য সাময়িক নাকি দীর্ঘস্থায়ী হবে?  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| সাইমুম সাদী ||

আমি মনে করি যদি দীর্ঘমেয়াদী টার্গেট নিয়ে ঐক্য হয় সেটা হবে টেকসই এবং ফলপ্রসূ। শুধু নির্বাচন নয়, আরও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ সামনে রেখে ঐক্য হতে পারে। যেহেতু নির্বাচন সামনে উপস্থিত, নির্বাচনকেন্দ্রিক ঐক্যকেও  অনেক দূর এগিয়ে নেওয়া যায়। 

ঐক্যের পথে প্রধান বাধা হচ্ছে, একে অপরের ওপর বিশ্বাস ও আস্থা না রাখা। ঐক্যের সময় যেরকম ভালো ভালো কথা বলা হয়, সুযোগ পেলে আমাকে বাদ দিয়ে আপনি দৌড় দেবেন নাকি আমাকেও বিক্রি করে দেবেন এ নিয়ে সন্দেহ ও সংশয়। এটা দূর করতে না পারলে শুধু মিষ্টি কথায় ঐক্য দীর্ঘস্থায়ী হবে না। সেটা দূর করার চেষ্টা করা উচিত। এবং তা কার্যকরভাবেই করা উচিত। 

যে আমার সাথে ঐক্যবদ্ধ হবে না তার সাথেও ভালো আচরণ করা উচিত। সেটা দলের প্রধান থেকে নিয়ে কর্মী পর্যন্ত হওয়া উচিত। কর্মীদের সেভাবেই মোটিভেট করা উচিত। সবচেয়ে ভালো হয় এসব নিয়ে গবেষণা সেল করতে পারলে। গবেষণা সেল নিয়মিত কাজ করবে। কোন কোন বিষয় নিয়ে সমস্যা তা চিহ্নিত করে সমাধানের জন্য পরামর্শ  ও প্রস্তাবনা দিবে৷ সকল দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব বসে তা বাস্তবায়ন করবে।  

ঐক্যবদ্ধতা কোনো সাময়িক বিষয় নয়, কন্টিনিউ ওয়ার্ক করার বিষয়। নতুন নতুন কর্মসূচি গ্রহণ করার বিষয়। চালাকি করে সাময়িকভাবে লাভবান হলেও গ্রহণযোগ্যতা স্থায়ীভাবে হারিয়ে ফেলতে হয়। পরবর্তী সময়ে ভালো উদ্দেশ্যে কিছু বললেও মানুষ তাকে চালাকিই মনে করে। 
সাময়িক ঐক্যকে স্থায়িত্ব দেওয়ার জন্য উদ্যোগ হোক খুলুসিয়ত ও দূরদর্শিতায় ভরপুর । আল্লাহ কামিয়াব করুন।

লেখক: রাজনীতিবিদ, লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ