শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

ইরানের একাকিত্বের বড় দায় তার নিজেরই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শরীফ মুহাম্মদ

মধ্যপ্রাচ্যে ইরান অনেকটা একা; রাষ্ট্র হিসেবে। এর দায়টা তারই বড়। প্রধান সব কয়টি সুন্নি রাষ্ট্রের সঙ্গে অনাস্থা ও চালাকির সমস্যা সে তৈরি করেছে। বেশ কয়েকটি ঘটনায় সরাসরি দমন পীড়নে অংশ নিয়েছে। এমনকি কয়েকটি রাষ্ট্রে বিপর্যয়কর ঘটনা তৈরি এবং পরবর্তীতে সরকার বসানোর ক্ষেত্রে মার্কিনিদের সাথে মিলে সুন্নি মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে। 

পরিস্থিতি এমন যে, রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে এবং নিরাপত্তাগতভাবে ইরানকে অন্যরা অমুসলিমদের চেয়েও বেশি ভয় পায়। 

আকিদাগত জটিলতা, দূরত্ব ও ভয়াবহতার কথা না হয় এখন বাদ দিলাম। এ পরিস্থিতি কাটানোর জন্য ৭৫ ভাগ চেষ্টার দায় তার ওপর পড়ে। 

আস্থার সম্পর্ক হওয়া দরকার, বোঝাপড়া ভালো থাকা দরকার। তা না হলে এককভাবে আক্রান্ত হওয়ার খড়গটা সবার মাথার উপরেই থাকবে।

আরেক দিকে উপ-সাগরীয় আরব দেশগুলোর বাদশাদের চাটাচাটি ও তেল মারামারির খাসলত এত খারাপ হয়েছে যে, মোটা দেখলেই এরা চাটতে শুরু করে। শুধু ড্রাম্প আর ট্যানানিয়াহুই না, গত কয়েক বছরে ইন্ডিয়ার মূত্রখোর গোডির সামনেও একেকজন বাদশা শুয়ে পড়েছে। কী গদগদ, কী ভক্তি! 

গোডির সৌজন্যে আরব দেশে নতুন নতুন মন্দির পর্যন্ত বানিয়েছে! এরা আসলে দ্বীনের সৌন্দর্য, উসুল এগুলোতো ভুলেছেই; আত্মমর্যাদা, স্বাতন্ত্র্য, ন্যূনতম আত্ম-সম্মানবোধের যে কিছু প্রতীকী ব্যাপার আছে, এসবও হারিয়ে ফেলেছে। এদের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর আশা করাটা কঠিন।

হামারিকা, হিংস্রাবিল-সহ অন্য বিভিন্ন শক্তির সামনে পায়ে ধরে ঝুলে থাকা ছাড়া এরা আর কিছু পারবে বলে মনে হয় না। এ অবস্থাটা নিঃসন্দেহে দুঃখের। আল্লাহ তাআলা পরিবর্তন করে দিন। এসব কারণেও মধ্যপ্রাচ্যের কোনো সংকটে সাহসী পরিবর্তনবাদী কোনো সিদ্ধান্তের দিকে বেশিরভাগ রাজা বাদশা, সরকার আগাবে বলে মনে হয় না। বর্তমানে ইরানের একাকিত্বের এটাও একটা কারণ। 

দেখা যাক। সমীকরণ, মেরুকরণ, পরিস্থিতি অনেক সময় আল্লাহ তায়ালা খাসভাবে তৈরি করে দেন। কুদরতের কোনো কারিশমায় জালিম কাতিলদের পাকড়াও হোক।

লেখক: জ্যেষ্ঠ আলেম সাংবাদিক ও বিশ্লেষক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ