শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

ইসলামি দলগুলোর এক বাক্স ও কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুফতি এনায়েতুল্লাহ।।

নির্বাচনে 'ইসলামি দলগুলোর এক বাক্স’ চমৎকার বিষয়, আশা জাগানিয়া খবর। সাম্প্রতিক সময়ে ইসলামি দলগুলোর নির্বাচনী ঐক্যের কথা বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। সব দলের নেতাই এ কথা বলছেন, কর্মীদের আশ্বস্ত করছেন, জনগণকে আশার বাণী শোনাচ্ছেন।

ঐক্য প্রক্রিয়ার পথ খুঁজতে নেতারা একে-অপরের দলীয় কার্যালয়ে গিয়ে বৈঠক করছেন, যৌথভাবে বিবৃতি ও সাংবাদিকদের ব্রিফ করেছেন। বলতে দ্বিধা নেই, এগুলো কাঙ্ক্ষিত বিষয়ে নেতাদের আন্তরিকতার প্রকাশ।

সম্প্রতি প্রায় ইসলামি দলই তিনশ আসনে নির্বাচনের কথা বলে বিভিন্ন আসনে প্রার্থীও ঘোষণা করেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনুমাননির্ভর নানা অভিযোগে পরস্পরকে দায়ী করার কাজও।

এমতাবস্থায় ঐক্য প্রক্রিয়া সর্বশেষ কোন ধাপে আছে, সেটা স্পষ্ট নয়, তারপরও কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি।

ক. এটা ঐক্য না নির্বাচনী সমঝোতা সেটা স্পষ্ট করার পাশাপাশি এটাও জানিয়ে দেওয়া- ঐক্য প্রক্রিয়ায় কোন কোন দল আছে।

খ. দ্রুত একটি লিয়াজোঁ কমিটি গঠন করা। এই কমিটি ঐক্য প্রক্রিয়া গঠনে ভূমিকা রাখবে। বিশেষ করে ঐক্যের ভিত্তি, লক্ষ্য-উদ্দেশ্য ও আসন বণ্টন পদ্ধতিসহ নানা বিষয়ে কাজ করবে।

গ. প্রকাশ্যে ঐক্য প্রক্রিয়া ভেস্তে যাওয়ার আগ পর্যন্ত কোনো অবস্থায়ই কোনো দলের কোনো নেতা আলোচনারত দল কিংবা দলের নেতাদের সম্পর্কে অশ্রদ্ধা ও অবজ্ঞাপূর্ণ বক্তব্য না দেওয়া। সেটা অন্য ব্যানারেও নয়।

ঘ. একই কথা দলের নেতাকর্মীদের ক্ষেত্রে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিয়ে-বিনিয়ে নিজের দলকে বড় এবং অন্য দলকে হীন না বানানো।

ঙ. বিরোধপূর্ণ বিষয়ে বিতর্ক না করা, ব্যক্তি বিশেষের প্রশংসা করতে কিংবা ছোট করতে রেফারেন্স হিসেবে অরাজনৈতিক নেতাদের কথা উত্থাপন না করা।

মনে রাখতে হবে, ঐক্য হোক বা না হোক- পারস্পরিক সম্পর্ক যেন নষ্ট না হয়, ঐক্য করতে গিয়ে এক সঙ্গে বসার, কথা বলার সুযোগ যেন চিরতের নষ্ট না হয়।

লেখক: সিনিয়র আলেম সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ