শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

ইসলামপন্থীদের বিরুদ্ধে নিউজ নিয়ে মিকদাদ স্টাইলের পোস্টমর্টেম রিপোর্ট দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মনযূরুল হক

মিকদাদ ভার্সির কথা মনে আছে? অনেক কয় বছর আগে তাকে নিয়ে লিখেছিলাম। পরে সেই লেখায় অনুপ্রাণিত হয়ে রোর বাংলায় তাকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপা হয়েছিল। তিনি ইউরোপজুড়ে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ যাচাই করেন এবং ভুল সংবাদ থাকলে প্রতিবাদ করে বিশ্বখ্যাত মিডিয়াগুলোকে বাধ্য করেন সংশোধনী আনতে।

এবার তিনি একটা তাক লাগানো কাজ করেছেন। বিস্তারিত বলব না, আপনারা পড়ে নিয়েন। সংক্ষেপে, ২০২৩-২৪ সালে বিবিসিতে ফিলিস্তিন বিষয়ে যে-সকল সংবাদ ছাপা হয়েছে, তার পোস্টমর্টেম করেছেন। আন্তর্জাতিক আইন, ব্যক্তিত্ব, ইভেন বিবিসিতে গত বছর কাজ করেছেন, এমন সাংবাদিকদের নিয়ে ১৮৮ পৃষ্ঠার রিপোর্টটা আমার কাছে মনে হলো ইতিহাসের এক বিস্ময়কর দলিল হয়ে থাকবে।

নামই দিয়েছেন, ‘বিবিসি অন গাজা-ইসরায়েল: ওয়ান স্টোরি ডবল স্ট্যান্ডার্ড‘। ফিলিস্তিন নিয়ে যারা ভাবছেন, তাদের অবশ্যপাঠ্য। মাথা পরিষ্কার হবে। বাংলাদেশে এই মানের কাজ কি আছে? ২০২১ সালে ‘Who Owns the Media in Bangladesh?‘ বা বাংলাদেশে মিডিয়ার মালিক কারা শিরোনামে একটা ভালো কাজ হয়েছিল সিজিএস থেকে। কিন্তু সেটা খুব একটা প্রচার পায় নাই।

আমি যেটা বলতে চাই, তা হলো, বাংলাদেশে মসজিদ-মাদরাসা এবং ইসলামপন্থীদের নিয়ে মিডিয়ায় যেসব নিউজ গত এক দশকে ছাপা হয়েছে, তার এমন মিকদাদ স্টাইলের পোস্টমর্টেম রিপোর্ট করা দরকার। একটা একটা টপিক নিয়ে হতে পারে। ধরেন, মাদরাসায় বলাৎকার বিষয়ক প্রতিবেদন নিয়ে হতে পারে। অথবা কেবল শাপলার ঘটনা নিয়ে হতে পারে। অথবা ইসলামি রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে হতে পারে।

কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে? ফান্ড কে দেবে? সৌদি তো দেশে দেশে মসজিদ করার টাকা দেয়, তারা কি দেবে? ভাবছি, অমুসলিম ইউরোপে বসে তাদের গর্বের মিডিয়ার বিরুদ্ধে রিপোর্ট করার কাজ মুসলিমরা করতে পারছে, যা আমরা মুসলিম দেশে ভাবতেও পারি না।

লেখক: আলেম সাংবাদিক ও বিশ্লেষক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ