শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

ইসরায়েল প্রথমবারের মতো বুঝতে পারছে বোমা বর্ষণ কী জিনিস: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া খ্যাত ইসরায়েল ফিলিস্তিনের গাজা এবং ইরানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে আগ্রাসন অব্যাহত রেখেছে। এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি স্কলার, পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি।

সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় তিনি এই আহ্বান জানান। 

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে বিপুল ক্ষতির মুখে পড়ার পরও ইরান শক্ত প্রতিরোধ গড়ে তুলছে। ইসরায়েল এবার প্রথমবারের মতো বুঝতে পারছে বোমা বর্ষণ কী জিনিস।

মুসলিম বিশ্বকে ঘিরে ইসরায়েলের ষড়যন্ত্র আর গোপন কিছু নয় উল্লেখ করে মুফতি তাকি উসমানি বলেন, এটি আল্লাহর পক্ষ থেকে মুসলিম দেশগুলোর জন্য আরেকটি সুযোগ, যেন তারা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি হুমকি পুরোপুরি রুখে দিতে পারে।

এর আগে গত শনিবার (১৪ জুন) বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী।  

মাওলানা আরশাদ মাদানী বলেন, যেভাবে ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু বানানো হয়েছে, তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন। এসব হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের ওপর এক ধরনের যুদ্ধ ঘোষণা।

মাওলানা মাদানী বলেন, ইরাকের বিরুদ্ধে আগেও এভাবে আগ্রাসন চালিয়ে দেশটিকে ধ্বংস করা হয়েছিল। এখন ইরানকেও সেই পথেই নিয়ে যেতে চাচ্ছে ইসরায়েল।

 তিনি অবিলম্বে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ