শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের, ‘উসমান হাদির হত্যা মামলায় সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়’ আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন

আরও অনেক ইসলামি দলের প্রয়োজন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাইমুম সাদী

এত্তগুলা ইসলামি দল কেন- এই কথা বলে অনেকেই নাক সিটকান। এজন্য তিনি ইসলামি দল করেন না বলে যুক্তি দেন। কিন্তু এসব হচ্ছে খোড়া যুক্তি। 

কিন্তু এত্তগুলা সেকুলার দল কেন এ নিয়ে তিনি কথা বলেন না। বলবেনও না। কারণ তিনি নিজেও জানেন না কী বলছেন, এর যৌক্তিকতা কতটুকু।  

বিশ কোটি মানুষের দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কয়েকশ ইসলামী দল হওয়া উচিত। আপনি কথাটাকে মানেন আর না মানেন তাতে আমার কিছুই যায় আসে না। 
কিছু দল আছে যুগের পর যুগ সভাপতি সেক্রেটারি একই পদে বসে আছেন। নেতৃত্বে নতুন কোনো মুখ আসে না বা উনারা আসতে দেন না। 

যেসব দলে এমন নিয়ম সেখানে তরুণদের মধ্য থেকে সম্ভাবনাময় নেতৃত্ব আসার সুযোগ নেই। অথচ এই সময়ে তরুণ নেতৃত্ব সারা দুনিয়ায় তোলপাড় করে বেড়াচ্ছে। 

যদি বলেন, নতুনদের মধ্য থেকে যোগ্যতাসম্পন্ন নেতা নেই বলেই উনারা আছেন তাহলে বলবো, এতযুগ আপনি দায়িত্বে থেকে নিচের লেভেলে কোনো নেতা তৈরি করতে পারেননি- এটাই তো আপনার অযোগ্যতা। 

তরুণদের লিডারশিপ শক্তিশালী কর‍তে হলে তরুণদের নেতৃত্বে অগণিত দল প্রয়োজন। দল যত বেশি হবে নেতাও ততবেশি হবে৷ একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। 
মাদরাসা ব্যাকগ্রাউন্ডের যারা জুলাই বিপ্লবে সম্মুখভাগে ছিলেন তাদের নেতৃত্বে নতুন কিছু করার একটা বিশাল সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তারা কিছু করলে জনগণের সাড়া পাবে বলে মনে করি। বিশেষ করে মাস্টারমাইন্ড উপাধি নিয়ে কোনো কোনো সমন্বয়কের ধর্মীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় কিংবা  অবস্থান নেওয়ায় ধর্মীয় লাইনের  তরুণদের উত্থান জরুরি হয়ে উঠেছে। 

দুনিয়া এগিয়ে গেছে অনেক দূর। পুরনো চিন্তা নিয়ে বসে থাকার টাইম নাই। রঙধনু এজন্যই সুন্দর সে অনেকগুলো রঙকে ধারণ করে তাই। সবাইকে ধারণ করার, সবাইকে নিয়ে চলার মধ্যেই আনন্দ ও সৌন্দর্য। 

শত নয়, হাজার লক্ষ ফুলকে ফুটতে দাও। ফুল যত বেশি করে ফুটবে দুনিয়া নতুন নতুন সুবাসে সুবাসিত হবে।

লেখক: লেখক: ইসলামি রাজনীতিক, চিন্তক ও অ্যাকটিভিস্ট

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ