শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

আরও অনেক ইসলামি দলের প্রয়োজন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সাইমুম সাদী

এত্তগুলা ইসলামি দল কেন- এই কথা বলে অনেকেই নাক সিটকান। এজন্য তিনি ইসলামি দল করেন না বলে যুক্তি দেন। কিন্তু এসব হচ্ছে খোড়া যুক্তি। 

কিন্তু এত্তগুলা সেকুলার দল কেন এ নিয়ে তিনি কথা বলেন না। বলবেনও না। কারণ তিনি নিজেও জানেন না কী বলছেন, এর যৌক্তিকতা কতটুকু।  

বিশ কোটি মানুষের দেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কয়েকশ ইসলামী দল হওয়া উচিত। আপনি কথাটাকে মানেন আর না মানেন তাতে আমার কিছুই যায় আসে না। 
কিছু দল আছে যুগের পর যুগ সভাপতি সেক্রেটারি একই পদে বসে আছেন। নেতৃত্বে নতুন কোনো মুখ আসে না বা উনারা আসতে দেন না। 

যেসব দলে এমন নিয়ম সেখানে তরুণদের মধ্য থেকে সম্ভাবনাময় নেতৃত্ব আসার সুযোগ নেই। অথচ এই সময়ে তরুণ নেতৃত্ব সারা দুনিয়ায় তোলপাড় করে বেড়াচ্ছে। 

যদি বলেন, নতুনদের মধ্য থেকে যোগ্যতাসম্পন্ন নেতা নেই বলেই উনারা আছেন তাহলে বলবো, এতযুগ আপনি দায়িত্বে থেকে নিচের লেভেলে কোনো নেতা তৈরি করতে পারেননি- এটাই তো আপনার অযোগ্যতা। 

তরুণদের লিডারশিপ শক্তিশালী কর‍তে হলে তরুণদের নেতৃত্বে অগণিত দল প্রয়োজন। দল যত বেশি হবে নেতাও ততবেশি হবে৷ একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে। 
মাদরাসা ব্যাকগ্রাউন্ডের যারা জুলাই বিপ্লবে সম্মুখভাগে ছিলেন তাদের নেতৃত্বে নতুন কিছু করার একটা বিশাল সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। তারা কিছু করলে জনগণের সাড়া পাবে বলে মনে করি। বিশেষ করে মাস্টারমাইন্ড উপাধি নিয়ে কোনো কোনো সমন্বয়কের ধর্মীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় কিংবা  অবস্থান নেওয়ায় ধর্মীয় লাইনের  তরুণদের উত্থান জরুরি হয়ে উঠেছে। 

দুনিয়া এগিয়ে গেছে অনেক দূর। পুরনো চিন্তা নিয়ে বসে থাকার টাইম নাই। রঙধনু এজন্যই সুন্দর সে অনেকগুলো রঙকে ধারণ করে তাই। সবাইকে ধারণ করার, সবাইকে নিয়ে চলার মধ্যেই আনন্দ ও সৌন্দর্য। 

শত নয়, হাজার লক্ষ ফুলকে ফুটতে দাও। ফুল যত বেশি করে ফুটবে দুনিয়া নতুন নতুন সুবাসে সুবাসিত হবে।

লেখক: লেখক: ইসলামি রাজনীতিক, চিন্তক ও অ্যাকটিভিস্ট

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ